Home Kolkata  প্রথমা থেকেই পা রাখার জায়গা নেই কলকাতায়! রীতিমতো ‘অষ্টমী’র ভিড় শ্রীভূমিতে 

 প্রথমা থেকেই পা রাখার জায়গা নেই কলকাতায়! রীতিমতো ‘অষ্টমী’র ভিড় শ্রীভূমিতে 

by Shreya Maji
0 views

মহানগর ডেস্ক: এবার রাস্তায় মানুষজনের জনজোয়ার মহালয়ার দিন থেকেই।আবার কোনও কোনও প্যান্ডেল দেখলে মনে হতে পারে, অষ্টমীর ভিড়। ঠিক যেমন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। কাতারে কাতারে মানুষ ভিড় করছে সেখানে। সেই ভিড়ের চাপে গত কয়েক বছরের মতোই এবার ভিআইপি, যশোর রোড থেকে ভিআইপি লেকটাউন আসার রাস্তা. এমনকী ইএম বাইপাসের রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে। আর সেই চাপে কালঘাম ছুটেছে নিত্যযাত্রীদের। কলকাতা পুলিশ যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর বৈঠকেই শ্রীভূমি পুজোর উদ্যোক্তা মন্ত্রী সুজিত বসুকে সতর্ক করেছিলেন।তিনি বলেছিলেন, ধুমধাম করে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর জন্য যাতে এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় যানজট না হয়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে।যদি কড়া হাতে ব্যবস্থা না করা হয়, তাহলে সুজিত বসুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন মমতাই। সেই মতো এবার মণ্ডপ উদ্বোধনের পর থেকে ভিআইপির মূল রাস্তায় যান চলাচলের গতি ঠিক রাখতে উদ্যোগী ছিল পুলিশ।উল্টোডাঙা থেকে বিমানবন্দরগামী ছোট গাড়িকে পাস করানো হচ্ছিল ভিআইপির মূল রাস্তা ধরে।আর বাস, অটো পাস করানো হচ্ছিল থার্ড লেন দিয়ে। যার ফলে সেখানে যান চলাচলের গতি ছিল অত্যন্ত ধীর। পাশাপাশি কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল,যশোর রোড থেকে ভিআইপি লেকটাউনে আসার রাস্তার গাড়ির গতি।

উল্লেখ্য,রবিবারও পরিস্থিতির বিশেষ বদল হয়নি। উলটে গাড়ি চলাচলের গতি কমেছে ইএম বাইপাসেও। বিমানবন্দরগামী গাড়িগুলিকে বিকল্প রাস্তা ব্য়বহারের পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। তাদের কথায়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাছে অর্থাৎ লেকটাউন এলাকা এবং ইএম বাইপাসে অত্যন্ত ধীর গতিতে গাড়ি চলাচল করছে।তাই কলকাতা পুলিশ,বিমানবন্দরগামী গাড়িগুলিকে চিংড়িঘাটা ফ্লাইওভার হয়ে নিউটাউন ধরে দমদম এয়ারপোর্ট যেতে বলছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved