কলকাতা: অবতরণের সময় পাখির ধাক্কায় ঘটলো বিপত্তি। রানওয়েতে নামতে গিয়ে ধাক্কা লাগে পাখির সঙ্গে। যদিও পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনা ঘটেনি। জানা গেছে ,শুক্রবার সকালে ইন্ডিগোর বিমান 6E2358 বিমানটি পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা আসছিল। ওই সময় বিমানে ৮৩ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু ছিলেন। রানওয়ে ১৯এলে নামার কথা ছিল বিমানটির। কিন্তু তখনই ঘটে যায় বিপত্তি।
জানা গিয়েছে যে, শুক্রবার বিমানটি নামার সময় ডানদিকে ল্যান্ডিং গিয়ারে একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে । তাতেই বিমান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত পাইলটের তৎপরতায় বড়োসড় দুর্ঘটনা ঘটে নি। বিমানের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে সেই খবর কলকাতা বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে জানিয়ে দেন পাইলট। ইঞ্জিনিয়াররা ততক্ষণে হাজির হন রানওয়েতে। অবশেষে বিমানটি কলকাতা বিমানবন্দরের রানওয়ে ১৯এলে অবতরণ করে। তৎপরতার সাথে যাত্রীদের বিমান থেকে নামানো হয়। এরপর বিমানটিকে বে নম্বর ৫৮R এ পার্কিং করা হয়। সঙ্গে সঙ্গে ওই বিমান সংস্থার ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিমানটিকে সারানোর চেষ্টা করেন। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মী এবং বিমানবন্দর কতৃপক্ষের লোকজনরাও উপস্থিত হন বিমানটিকে দেখার জন্য। সমস্ত কিছু ঠিক করার পর দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি।
প্রসঙ্গত, ওই একই দিনে ইন্ডিগোর আরোও দু’টি বিমানে ইঞ্জিন বিভ্রাট ঘটে। দু’টি ক্ষেত্রেই আবার ঘটনাটি ঘটে যখন বিমানগুলি আকাশে ছিল। দু’টি ক্ষেত্রেই জরুরি অবতরণ করানো হয় বিমানগুলিকে। যদিও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।