HomeKolkataইডি ফের তলব করল অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানকে

ইডি ফের তলব করল অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানকে

- Advertisement -

মহানগর ডেস্ক: ইডি ফ্ল্যাট দুর্নীতি মামলায় আরও নথি চেয়ে পাঠাল তারকা সাংসদ নুসরত জাহানের কাছে। তিনি সমস্ত নথি হাজিরার দিনে জমা দেননি বলেই খবর। এদিকে ইডি মারফত জানা গিয়েছে,সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকে আগামী সপ্তাহে ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মাসখানেক আগে ঘটনার সূত্রপাত।ইডি দপ্তরে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা কয়েকজনকে নিয়ে এক সন্ধ্যায় পৌঁছে গিয়েছিলেন।

তাঁদের অভিযোগ ছিল, তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচারের ডিরেক্টর পদে থাকাকালীন প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করেছেন ফ্ল্যাট দেওয়ার নাম করে।প্রতারিতরা সেই টাকা ফেরত চান।আরজি জানানো হয় ইডি তদন্তের।দুর্নীতির অভিযোগ ওঠার পরপরই প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন নুসরত জাহান। যেখানে তৃণমূল সাংসদ দাবি করেছিলেন, যে সংস্থা ঘিরে তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, সেই সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি নিজের ফ্ল্যাট কেনেন। আর তার ঋণ সুদসহ ফিরিয়েও দেন।

নুসরত টাকার অঙ্কের হিসেব দিয়ে জানান, ‘১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ টাকা’ তিনি ঋণ নিয়েছিলেন। ২০১৭ সালের ৬ মে সুদসহ ১ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দিয়েছেন। সঙ্গে দাবি করেন, ২০১৭-র ১ মার্চ তিনি ওই সংস্থা থেকে ইস্তফাও দিয়ে দিয়েছেন। যদিও নুসরতের এই দাবি অস্বীকার করেছেন রাকেশ সিং। যার জেরে আরও বিপাকে নুসরত। এরপর নুসরত জাহান ইডির তলবে সাড়া দিয়ে ইডি দপ্তরে হাজিরাও দিয়েছিলেন।তিনি দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। তবে ইডি এবার নুসরতের কাছে ফ্ল্যাট সংক্রান্ত আরও নথি তলব করল।নুসরত এই নথি তদন্ত সহযোগিতা করবে বলেই আশা করা যাচ্ছে।

Most Popular