মহানগর ডেস্ক: নিয়োগ দুর্নীতি-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১৩ সেপ্টেম্বর তলব করেছে ইডি। তা নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে তলব ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী। সোমবার তিনি বলেন, ‘এটি রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিক দলগুলির মধ্যে মিল থাকতে পারে, অমিলও থাকতে পারে। কিন্তু এভাবে রাজনৈতিক প্রতিহিংসার পথে হাঁটা উচিত নয়।’
এদিন তৃণমূল নেত্রী আরও বলেন, ‘আমাদেরও তো এখানে ৩৪ বছর সিপিএম ক্ষমতায় ছিল। আমরা কখনও কোনও রাজনৈতিক প্রতিহিংসার পথে যাইনি। এটুকু রাজনৈতিক সৌজন্য বজায় রাখা উচিত। অভিষেক যুব সমাজের প্রতিনিধি। ওরা যুবদের পছন্দ করে না। আর সেই কারণেই অভিষেককে এভাবে বারবার হেনস্থা করা হচ্ছে। ওকে সারাক্ষণ ন্যায়ের জন্য আদালত, সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে। এর জবাব যুবসমাজ, নতুন প্রজন্মই দিয়ে দেবে।’
প্রসঙ্গত, রবিবার নিজের এক্স হ্যান্ডেলে ইডির তলবের বিষয়টি জনসমক্ষে আনেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ইন্ডিয়ার সমন্বয় কমিটির আমি একজন সদস্য। ১৩ সেপ্টেম্বর দিল্লিতে সমন্বয় কমিটির বৈঠক রয়েছে। আর সেইদিনই আমাকে তলব করা হয়েছে। এধরনের প্রতিহিংসা ৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষোচিত কাজ।’