Home Kolkata কলকাতার একটি অভিজাত হোটেলে আগুন, দমকলের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

কলকাতার একটি অভিজাত হোটেলে আগুন, দমকলের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

by Mahanagar Desk
38 views

কলকাতার শেক্সপিয়ার সরণির একটি অভিজাত রেস্তরাঁয় আগুন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ কলকাতার শেক্সপিয়ার সরণির ওই অভিজাত হোটেলে আগুন লাগে। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের থেকেই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। আগুন লাগার সময় ওই হোটেলে অতিথিরা উপস্থিত ছিলেন। তবে দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। শেষ পর্যন্ত পাওয়া খবর, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আসছে বিস্তারিত 

You may also like