Home Kolkata সিভিক ভলান্টিয়ারদের জন্য ভালো খবর রাজ্য বাজেটে, ভাতা বৃদ্ধির সঙ্গে পুলিশে চাকরির সুযোগ বৃদ্ধি

সিভিক ভলান্টিয়ারদের জন্য ভালো খবর রাজ্য বাজেটে, ভাতা বৃদ্ধির সঙ্গে পুলিশে চাকরির সুযোগ বৃদ্ধি

by Mahanagar Desk
59 views

মহানগর ডেস্কঃ    রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। সিভিক ভলান্টিয়ারদের ভাতা ১০০০ টাকা বৃদ্ধি করা হল। রাজ্য সরকার এর জন্য ১৮০ কোটি টাকা বাজেটে বরাদ্দ কর হবে বলে জানিয়েছে।

পাশাপাশি, এখন থেকে রাজ্য পুলিশের ২০ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য, এই হার এতোদিন ১০ শতাংশ ছিল। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে বৃহস্পতিবার এই ঘোষণা করলেন। চলতি বছরের শুরুতেই নবান্নের তরফে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। এ বার থেকে প্রত্যেক সিভিক ভলান্টিয়ার ৫,৩০০ টাকা করে বোনাস পাবেন। আগে ২০০০ টাকা করে বোনাস পেতেন। ২০২০ সালের ৮ সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু হয়েছিল। ২০২৩ সালের পুজোতেও সিভিক ভলান্টিয়াররা ওই বোনাস পাচ্ছেন। চলতি বছর থেকে সেই বোনাসের অঙ্ক বৃদ্ধি করা হয়।

যাঁরা পুজোয় ২০০০ টাকা বোনাস পেয়েছেন, তাঁরা ২০২২-২৩ অর্থবর্ষের জন্য আরও ৩,৩০০ টাকা অতিরিক্ত বোনাস হিসাবে পাবেন। এ বার তাঁদের ভাতাও বৃদ্ধি করা হল। এই মুহূর্তে রাজ্যে দুই লক্ষের বেশি সিভিক ভলান্টিয়ার রয়েছেন। তাঁরা পুলিশের কাজে সহায়তা করেন। বিশেষ করে এলাকায় টহল দেওয়া, যান নিয়ন্ত্রণ করাই সিভিক ভলান্টিয়াররাই করে থাকেন। আইনশৃঙ্খলাজনিত কোনও বিষয়ে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো লাগানো হাই কোর্টের নির্দেশে নিষিদ্ধ।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved