Home Kolkata গরমের নাজেহাল অবস্থা, নিত্য যাত্রীদের  জন্য এবার স্টেশনে এলাহী ব্যবস্থা করছে রেল 

গরমের নাজেহাল অবস্থা, নিত্য যাত্রীদের  জন্য এবার স্টেশনে এলাহী ব্যবস্থা করছে রেল 

by Mahanagar Desk
39 views

মহানগর ডেস্কঃ গরম বলে তো অফিস বন্ধ থাকবে না ।  তাই এই নাজেহাল করা গরমে ইচ্ছা না থাকলেও পেটের টানে মানুষকে  বাইতে বেরাতে হচ্ছে। গণমাধ্যম হিসাবে ট্রেন অন্যতম ভরসা।  ট্রেনে যারা নিয়মিত যাতায়াত করেন সেই সব নিত্যযাত্রীদের জন্য গরমের সময় দারুণ সুখবর। গরমে তাপপ্রবাহ বাড়ছে, আর এই তাপে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ, আর বিশেষ করে  যাদের ট্রেনে যাতায়াত করতে হয়। আর ট্রেনে বিপুল পরিমাণ ভিড় হয় তাতে যেন গরমে অস্বস্তির আর সীমা থাকেনা।

গরমে যাত্রীদের কথা ভেবে, যাতে তারা একটু রেহাই পায় তার জন্য স্টেশনে স্টেশনে অত্যাধুনিক পাখা লাগানো হচ্ছে। পূর্ব রেলওয়ের হাওড়া, শিয়ালদহ স্টেশনের পাশাপাশি বেশ কয়েকটি স্টেশনে অত্যাধুনিক প্রযুক্তির ‘হাই ভলিউম লো স্পীড’ পাখাগুলি বসানো হলে যাত্রীরা খানিকটা হলেও উপকার পাবেন।  বিশেষভাবে ডিজাইন করা এই ‘হাই ভলিউম লো স্পীড’ পাখা গুলি যেই যেই স্টেশনে প্রচুর পরিমাণে ভিড় হয়, সেখানে বসানো হয়েছে। যাতে, গরমে যাত্রীদের গায়ে যেন একটু হাওয়া লাগে। স্টেশনের পরিবেশ যাতে একটু শীতল থাকে, যাত্রীরা যেন অস্বস্তি বোধ না করেন সেই দিক বিচার বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাই ভলিউম লো স্পীড পাখাগুলি স্টেশনে লাগানোর ফলে, তাপমাত্রা চার-পাঁচ ডিগ্রি কম অনুভব করবেন যাত্রীরা। হাই-ভলিউম লো-স্পীড পাখাগুলি যাত্রীদের স্বস্তি দেওয়ার পাশাপাশি, এই পাখার স্থায়িত্ব এবং শক্তির দক্ষতাও প্রচুর। এই উচ্চ-কার্যকারিতা পাখাগুলি ১.২ কিলোওয়াটের মোটর ক্ষমতাসম্পন্ন এবং কম শক্তি খরচ করে, তবে কুড়িটি পুরনো ঐতিহ্যবাহী পাখার সমতুল্য হচ্ছে এই পাখার কাজ। অনেকটা জায়গাজুড়ে বাতাসের ভালোভাবে বন্টন হবে, শব্দহীন ভাবে নিজের কাজ করে।

‘হাই ভলিউম লো স্পীড’ পাখা হাওড়া ওল্ড স্টেশন কমপ্লেক্স এলাকায় ১২টি, নিউ স্টেশন কমপ্লেক্স চত্তরে ৭টি অবস্থিত, তারকেশ্বরে ২টি, বুকিং অফিস এলাকায় ১টি, বর্ধমান জং, স্লিপার ক্লাস ওয়েটিং হলেও এই পাখা বসানো হয়েছে। গরম আরও বাড়বে এই কথা বিবেচনা করে পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশনের, হাওড়া ওল্ড স্টেশন কমপ্লেক্স চত্ত্বরে ১১টি ‘হাই ভলিউম লো স্পীড’ পাখা স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। এই পাখা বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে যার ফলে বেশি দিন টেকসই হওয়ার পাশাপাশি কাজও ভালো করবে। স্টেশনের পরিস্থিতি আগের তুলনায় একটু কম অস্বস্তির হবে।

কৌশিক মিত্র, মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, “ইচভিএলএস পাখাগুলি আমাদের যাত্রীদের জন্য একটি উচ্চতর ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে জোরদার করে ৷ এই ফ্যানগুলি শুধুমাত্র গরম থেকে স্বস্তি দেয় না, তারা আমাদের প্রদর্শনও করে৷ স্থায়িত্ব এবং উদ্ভাবনের প্রতি উৎসর্গ।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved