Home Kolkata বুধবার নিউ মার্কেটে শাটার নামানো অর্ধেক দোকানের! ঠিক কী হয়েছে ?

বুধবার নিউ মার্কেটে শাটার নামানো অর্ধেক দোকানের! ঠিক কী হয়েছে ?

by Mahanagar Desk
46 views

মহানগর ডেস্ক: শীতের দিন। নিউ মার্কেট চত্বর এই সময় গমগম করে। হ্যান্ড ব্যাগ থেকে শুরু করে চাদর, কী নেই সেখানে! কিন্তু, একেবারে আলাদা বুধবারের দৃশ্য। এদিন এককথায় শুনশান নিউ মার্কেট এলাকা। অর্ধেক দোকানের শাটার নামানো। আর বহু ক্রেতাকে তা দেখে হতাশ হয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে বাড়ি। কিন্তু, নিউ মার্কেটে ঠিক কী হয়েছে?

আসলে হকার নিয়ন্ত্রণের দাবিতে এদিন নিউমার্কেট চত্বরে সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নিউ মার্কেট এলাকায় এদিন কাল থেকে বেলা তিনটে পর্যন্ত দোকান বন্ধ থাকবে। জয়েন্ট ট্রেডার্স ফেডারেশন এই বনধের ডাক দিয়েছে। এই বনধ আয়োজিত হয় হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশন সহ নিউ মার্কেট চত্বরের দশটি ব্যবসায়ী সংগঠনের ডাকে।

বারবার পুরসভা ও পুলিশ প্রশাসনকে জানিয়েও রাস্তা এবং ফুটপাত সহ হেরিটেজ হক মার্কেটের আশেপাশে হকার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।ট্রেডার্স ফেডারেশন এরই প্রতিবাদে প্রতীকী বনধের ডাক দিয়েছে।প্রসঙ্গত, হকার সমস্যা দীর্ঘদিনের নিউ মার্কেট চত্বরে।স্থানীয় ব্যবসায়ীরা এই নিয়ে বারংবার পুলিশ থেকে পুরসভার দ্বারস্থ হয়েছে।

You may also like