Home Kolkata স্বরাষ্ট্র মন্ত্রক দিচ্ছে কলকাতা পুলিশের ১০ অফিসারকে বিশেষ পুরস্কার

স্বরাষ্ট্র মন্ত্রক দিচ্ছে কলকাতা পুলিশের ১০ অফিসারকে বিশেষ পুরস্কার

by Shreya Maji
4 views

কলকাতা: সাহসী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কলকাতা পুলিশের নাম সামনে আসে। সন্ত্রাসবাদ দমনে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তারই এবার পুরস্কার পাচ্ছে কলকাতা পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কলকাতা পুলিশকে বিশেষ স্বীকৃতি দিচ্ছে। যেভাবে ভয়কে উপক্ষা করে বিগত বছরে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতার করেছে তা সত্যিই অনবদ্য। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে কলকাতা পুলিশের এসটিএফ-এর ১০ জন অফিসার পাচ্ছেন ‘স্পেশাল অপারেশন অ্যাওয়ার্ড ২০২৩’ ।

জানিয়ে রাখা ভাল, কলকাতা পুলিশ ছাড়াও সিআরপিএফ, এনআইএ, এনসিবি ও অন্যান্যা রাজ্যের পুলিশের সদস্যদেরও ‘স্পেশাল অপারেশন অ্যাওয়ার্ড ২০২৩’ দেবে স্বরাষ্ট্রমন্ত্রক। কলকাতা পুলিশের যারা পুরস্কার পাবেন তাঁরা হলেন, যুগ্ম কমিশনার ভি সলেমন নিসাকুমার, ডি সি হরেকৃষ্ণ পাই, ইন্সপেক্টর সৌমিত্র বসু, শ্রীপ্রসন্ন দিকপতি, সার্জেন্ট অম্বুজ সিংহ, সাব ইন্সপেক্টর সুকান্ত দাস, দেবাশিস রাউথ, কনস্টেবল আব্দুল মাজিজ শেখ, হেমন্ত মাইতি ও সৌম্যজিত দাস।

উল্লেখ্য, কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ২০২২ সালে পরপর তিনবার অভিযান চালিয়ে আনসারুল্লা বাংলা টিম (ABT) ও আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (AQIS)- এই সব জঙ্গি সংগঠনের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে উদ্ধার করে আগ্নেয়াস্ত্র। নষ্ট করে জঙ্গিদের পরিকল্পনা। রাজ্যে জে সমস্ত জায়গার এরা জাল বিস্তার করেছে সেই সমস্ত জায়গার খবর পেয়ে তা ধ্বংস করেছে। লাগাতার এই সন্ত্রাসবাদ দমন করে রাজ্যকে সুরক্ষিত করার জন্যই এই পুরস্কার দেওয়া হচ্ছে।

You may also like