মহানগর ডেস্ক: ঘন কুশায়া সেই সঙ্গেই রয়েছে বেশ শীতের দাপট। রবিবারে শীত-কুয়াশা মোড়া সকালে সূচনা হয়ে গেল কলকাতা পুলিশের ম্যারাথন। কিন্তু শুরুতেই ঘটল বিপত্তি। শীতের সকালে বইছে হাওয়া। সেই দমকা হাওয়াতেই ভেঙ্গে পড়ল ফিনিশিং গেট। তাতেই আহত হয়েছেন কলকাতা পুলিশের অ্যাডিশানল সিপি ১ মুরলিধর। তিনি অল্প আঘাত পেয়েছেন বলেই খবর মিলেছে।
আহত হওয়ার পরেই কলকাতা পুলিশের অ্যাডিশানল সিপি ১ মুরলিধরকে দ্রুত উদ্ধার করে মল্লিক বাজারের ইন্সস্টিটিউট অব নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হয়। ওখানেই তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে তাঁর কাঁধে চোট লেগেছে। জানা গিয়েছে শীতের সকালে দমকা হাওয়ার কারণে ফিনিসিং পয়েন্টের গেট ভেঙে যায় পুলিশের অ্যাডিশানল সিপি ১ মুরলিধরের উপর। হঠাত ঘটা এই ঘটনায় সকলে চমকে যান। রেড রোডে ঘটনাটি ঘটেছে।
উল্লেখ্য, তিনটি ক্যাটেগরি রয়েছে এই কলকাতা পুলিশের ম্যারাথনে দৌড়ে। ২১ কিলোমিটার, ১০কিলোমিটার, ৫ কিলোমিটার এই তিন বিভাগে যে যার ইচ্ছা মত নাম দিতে পারেন। আজকের এই ম্যারাথনে দৌড়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দৌড়েছেন। ১০ কিলোমিটার ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন তিনি। এরা ছাড়াও উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়, ঈশা সাহা, দেব অধিকারী, ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী ও ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়।