Home Kolkata জামিন পেলেন মানিকের স্ত্রী, আশায় বুক বেঁধে জামিনের আরজি পার্থ চট্টোপাধ্যায়ের

জামিন পেলেন মানিকের স্ত্রী, আশায় বুক বেঁধে জামিনের আরজি পার্থ চট্টোপাধ্যায়ের

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক:  প্রাক্তন শিক্ষামন্ত্রীর পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন অনেকেই। জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য- এর মতো বিধায়কেরাও পড়েছেন ধরা। তবে মানিক ভট্টাচার্যের স্ত্রী সম্প্রতি সেই দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন। আর এই জামিনেই আশার আলো দেখতে পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত  অভিযুক্তরা। সেই দলেই রয়েছেন অন্যতম অভিযুক্ত তথা বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  মানিক পুত্রও ইতিমধ্যেই জামিনের আবেদন করেছেন।

প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গত বছরের ২৩ জুলাই গ্রেফতার করা হয়েছিল। অসুস্থতার যুক্তিতেও তারপর কোনও লাভ হয়নি। এক বছরেরও বেশি সময় জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ক্ষীণ হয়েছে জামিনের আশা। নিম্ন আদালতে বহুবার জামিনের কথা বললেও কোন কাজই হয়নি। তবে মানিকের স্ত্রীর জামিনের পর এবার  কলকাতা হাইকোর্টে  তিনি জামিনের আর্জি জানালেন। তার দাবি তার বিরুদ্ধে কোন প্রমাণ না মিললেও তাকে কেন জামিন দেওয়া হচ্ছে না।

পার্থ চট্টোপাধ্যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন জানিয়েছেন। তার দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল সেই অভিযোগের বিরুদ্ধে কোন প্রমাণই জোগাড় হয়নি এখনো পর্যন্ত। বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল ঠিকই তবে সেটি তার বাড়ি থেকে উদ্ধার হয়নি বলেই উল্লেখ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ৯  অক্টোবর এই মামলার শুনানি রয়েছে ।

You may also like