Home Kolkata রেশন দুর্নীতি মামলায় ইডির ম্যারাথন তল্লাশিতে উদ্ধার ১ কোটির বেশি টাকা

রেশন দুর্নীতি মামলায় ইডির ম্যারাথন তল্লাশিতে উদ্ধার ১ কোটির বেশি টাকা

by Shreya Maji
6 views

কলকাতা: রাজ্য যেন টাকার পাহাড়। রেশন দুর্নীতি মামলায় ইডি ম্যরাথন তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে  ১ কোটি ৪০ লক্ষ টাকা। শিক্ষা থেকে রেশন সমস্ত দুর্নীতিতেই এই বিপুল অঙ্কের টাকা উদ্ধার নিয়ে বেজায় চাপে শাসক দল।

রেশন দুর্নীতি মামলায় ইডি ম্যরাথন তল্লাশি চালিয়ে  অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিস থেকেই ১ কোটি টাকা উদ্ধার করেছে। আরও ৪০ লক্ষ টাকা উদ্ধার বাকি অন্যান্য জায়গায় তল্লাশি চালিয়ে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর থেকে এই দুর্নীতি নিয়ে একাধিক তথ্য হাতে এসেছে ইডি কর্তাদের। সেই সূত্র ধরেই তল্লাশি চালিয়ে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। তবে শুধু টাকা নয় একাধিক গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে। ইডি কর্তারা জানিয়েছে জে টাকা উদ্ধার করা হয়েছে তা হিসাব বহির্ভূত। সৎ পথে এই টাকা উপার্জন করা হয়নি বলেও জানিয়েছে তদন্তকারী দল।

জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর সামনে এসেছে  ইডির নজরে অঙ্কিত চান্দক সহ একাধিক ব্যবসায়ীর নাম। সামনে এসেছে হিতেশ নামের এক ব্যবসায়ীর নাম। অঙ্কিত ও হিতেশের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। শুধু তাই নয় বিহাররে পশুখাদ্য কেলেঙ্কারির সঙ্গেও বাংলার রেশন দুর্নীতির যোগ মিলেছে। বলা বাহুল্য যে যত সময় বাড়ছে ততই বিপাকে পড়ছেন বালু।

 

 

You may also like