Home Kolkata ছুটির দিনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, বাইরে যাওয়ার আগে দেখে নিন তালিকা

ছুটির দিনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, বাইরে যাওয়ার আগে দেখে নিন তালিকা

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক:  রেল বিভ্রাট! রেল যাত্রীদের ভোগান্তি যেন সপ্তাহান্তেই বৃদ্ধি পায়। আবার আজ রবিবার বাতিল থাকছে বেশকিছু লোকাল ট্রেন। হাওড়া-বর্ধমান কর্ড শাখা, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, বর্ধমান-হাওড়া মেন শাখা এবং খানা-গুমনি শাখায় রবিবার বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। নিরাপদ ট্রেন চলাচল এবং যাত্রী সুরক্ষার দিকটি বিবেচনা করে সিগন্যাল এবং লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্যই বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। আজ বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন থাকার কথা রয়েছে। যার জেরে চরম ভোগান্তিতে পরতে পারেন রেলযাত্রীরা।

বাড়ি থেকে বেরোনোর আগেই জেনে নিন আজ কোন ট্রেনগুলি বাতিল থাকছে…

হাওড়া থেকে: 36825, 36827, 37315, 37915; বর্ধমান থেকে 36842,36844, ব্যান্ডেল থেকে 37536 ও 37538, নৈহাটি থেকে 37535 ও 37537, তারকেশ্বর থেকে 37326, কাটোয়া থেকে 37924, ডানকুনি থেকে 32232 ও 32234, শিয়ালদহ থেকে 32231 ও 32233 ট্রেনগুলি আজ বাতিল থাকবে। 

ট্রেন আজ বাতিল থাকার পাশাপাশি ঘুরপথেও ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। কিছু দূরপাল্লার ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

13015 হাওড়া – জামালপুর কবিগুরু এক্সপ্রেসের গতিপথ পরিবর্তন করা হবে। তাই ১ ঘণ্টা দেরিতে চলতে পারে এই ট্রেন। এছাড়াও, 12348 ট্রেনটি রামপুরহাট থেকে বিকাল ৪টে ৪০ মিনিটের বদলে বিকাল ৫টা ১০ মিনিটে ছাড়বে। পথে ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে 13031 হাওড়া-জয়নগর এক্সপ্রেসকে। এদিকে 12347 হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেসটিও ৪৫ মিনিট বিলম্ব করে চলার কথা। পথে ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে 03096 আজিমগঞ্জ-কাটোয়া মেমু স্পেশালকে। সপ্তাহের ছুটির দিনে এমন রেল বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছে ভারতীয় রেল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved