Home Kolkata জরুরি ভিত্তিতে কর্মসমিতির বৈঠক ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

জরুরি ভিত্তিতে কর্মসমিতির বৈঠক ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

by Mahanagar Desk
12 views

মহানগর ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ২৪ ডিসেম্বর হতে চলা ৬৬তম বার্ষিক সমাবর্তন নিয়ে কর্মসমিতির বৈঠক ডাকল। বৃহস্পতিবার উচ্চশিক্ষা দপ্তর কর্মসমিতির বৈঠক করার অনুমোদন দেওয়ার পরই ডাকা হয় বৈঠক।যাদবপুরের রেজিস্ট্রারের তরফে শুক্রবার বৈঠক ডেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ নভেম্বরের স্থগিত হওয়া কর্মসমিতির বৈঠকটি হবে আগামী ১৮ ডিসেম্বর, সোমবার সকাল ১০টা থেকে।সূত্রের খবরে জানা গিয়েছে, একটি অ্যাজেন্ডা নিয়েই উচ্চশিক্ষা দপ্তর অনুমতি দিয়েছে কর্মসমিতির বৈঠক করার।যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে দুবার কর্মসমিতির বৈঠক ডেকেছিল। কিন্তু, উচ্চশিক্ষা দপ্তর দুবারই বৈঠক করার অনুমতি দেয়নি। আর দপ্তরের অনুমতি ছাড়া বৈঠক করলে তা বেআইনি হবে বলেও জানানো হয়েছিল।যার জেরে, যাদবপুরের সমাবর্তনের ভবিষ্যৎ দপ্তরের নিষেধাজ্ঞায় অনিশ্চিত হয়ে পড়েছিল।

এর কারণ হল, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, সমাবর্তন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে বাধ্যতামূলক কর্মসমিতির বৈঠক করা।গত ৮ ডিসেম্বর এই পরিস্থিতিতে বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন আচার্য নিযুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ও অন্যান্য আধিকারিকরা।সেখানে আলোচনা হয় সমাবর্তন, কর্মসমিতির বৈঠক সংক্রান্ত বিষয়ে।তার পরই বিশ্ববিদ্যালয়ের তরফে আলোচনার ভিত্তিতে কর্মসমিতির বৈঠক আয়োজনের আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছিল দপ্তরকে।

You may also like