মহানগর ডেস্ক: রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক নিজেকে আরও একবার নির্দোষ বলে দাবি করলেন। তাঁর দাবি, “মমতাদি-অভিষেক সব জানে।” তিনি এখনও তৃণমূলের পাশে থাকার কথা বলেন। জ্যোতিপ্রিয় মল্লিক গত মাসের শেষে রেশন দুর্নীতি মামলায় ইডির জালে গ্রেপ্তার হন।আপাতত ইডি হেফাজতেই রয়েছেন তিনি। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে। স্বাস্থ্যপরীক্ষা করাতে বেরোনোর সময় মুখ খুললেন জ্যোতিপ্রিয়।
প্রাক্তন মন্ত্রীর নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি। তিনি বলেন, “মমতাদি-অভিষেক সব জানে। বিজেপি আমাকে ফাঁসিয়েছে। দলের পাশে ছিলাম, আছি, থাকব। দল আমার পাশে আছে। আমি নির্দোষ। ৪ দিনের মধ্যে আমি মুক্ত হয়ে গিয়েছি। ২ দিনের মধ্যে সত্য প্রকাশ হবে। খুব তাড়াতাড়ি আমি ছাড়া পাব।”
একটানা প্রায় ২১ ঘণ্টা ইডি তল্লাশির পর গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। ওইদিনই সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ইচ্ছাকৃতভাবে রাজ্যের নেতা-মন্ত্রীদের হেনস্তা করছে বলেই অভিযোগ করেছিলেন তিনি। সেই পথেই হেঁটে ফের ষড়যন্ত্রের ইঙ্গিত শোনা গিয়েছে জ্যোতিপ্রিয়র গলাতেও। যদিও বিজেপির দাবি,রাজ্যের শাসক শিবির দোষ ঢাকতে এসব সাজানো গল্প তৈরি করছেন।