কলকাতা: কয়েকদিন ধরে বঙ্গ জুড়ে টানা বৃষ্টি চলছে। পুজোর মুখে এই বৃষ্টিতে ক্রেতা বিক্রেতাদের সমস্যা বাড়ছে। নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। আর কতদিন চলবে বৃষ্টি জানাল আলিপুর আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। রবিবার পর্যন্ত এই বৃষ্টির দাপট চলবে।
আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবার থেকে কমবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সঙ্গে বাড়বে গরমও। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকেই আকশ মেঘলা হয়ে রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে রবিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে। পাঁচ জেলার মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামতে পারে। সেই সঙ্গে পাহাড়ি নদীগুলিতে বার পারে জলস্তর।