মহানগর ডেস্ক : বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত ক্রমশ নিম্নচাপের রূপ নিয়েছে। তার জেরে সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়। উত্তর-পশ্চিম ও বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হয়েছে এমনটাই জানা গিয়েছে মৌসম ভবনের তরফ থেকে।
দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এই নিম্নচাপের প্রভাব থাকবে। এই নিম্নচাপের অভিমুখ থাকবে ওড়িশার দিকে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হলে তার প্রভাবে উত্তরবঙ্গের জেলা গুলিতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমলেই তাপমাত্রা বাড়বে বলেই জানা যাচ্ছে মৌসম ভবনের তরফ থেকে।মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক ভাবে অনেকটাই কম।
বুধবার ও আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। হাওড়া, কলকাতা, হুগলি জেলায়ও বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে। ওদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত টানা বৃষ্টি হবে। পারদের মাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে।