মহানগর ডেস্ক : উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বিক্ষিপ্ত। বাতাসে আদ্রতার পরিমাণ বেড়ে থাকায় গুমোট গরম থেকে মুক্তি পায়নি দক্ষিণবঙ্গ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে।তবে দক্ষিণবঙ্গে তেমন কোন প্রভাব পড়েনি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরপূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে৷ বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে উত্তর ওড়িশার কিছু অংশে।
আরও পড়ুন: বিমানসেবিকার গলাকাটা দেহ উদ্ধার, ধৃত সাফাইকর্মী
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে।