মহানগর ডেস্ক : আজ আন্তর্জাতিক নারী দিবসে কলকাতার কলেজ স্কেয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটবেন তৃণমূল সুপ্রিমো তথা রা মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলেজ স্কোয়ার থেকে দুপুর ২ টোয় মিছিল শুরু হয়ে হিন্দ সিনেমা, এসএন ব্যানার্জী রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ে এসে মিছিল শেষ হবে।
মিছিল যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় মিছিলের তৃণমূল মহিলা কর্মীরা গান, নাচ করবেন। মিছিলের পথে, মঞ্চ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানানো হবে। বছরই মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক নারী দিবসে কলকাতার রাজপথে মিছিল করেন। তবে এবারে এই মিছিলের তাৎপর্য আলাদা। একদিকে লোকসভা নির্বাচন অন্যদিকে সন্দেশখালিতে মহিলাদের সম্মানহানির দায় তৃণমূলের উপর চেপে আছে। বিরোধীরা সন্দেশখালির ঘটনায় তৃণমূলকে অভিযুক্ত করে ইতিমধ্যেই প্রচারে নেমেছে। এমনকি আজই সন্দেশখালির মহিলাদের আন্তর্জাতিক নারী দিবসে সম্মান জানাতে যাচ্ছেন বিজেপি মহিলা মোর্চা। এই অনিষ্ঠানে তৃণমূলের বিরুদ্ধে যে নারী নির্যাতনের অভিযোগ পরিসংখ্যান সহ বিজেপি মহিলা মোর্চা তুলে ধরবে সেটা খুব স্বাভাবিক ঘটনা।
অন্যদিকে মমতা এবং অভিষেক একই দিনে আন্তর্জাতিক নারী দিবসের মিছিল থেকে বিজেপিকে যুঁঝতে কী বার্তা দেন সেটাই দেখার। তৃণমূল সূত্রে জানা গিয়েছে মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত ভাষণ দেবেন। আশা করা যায় মমতা এই মঞ্চ থেকে বুধবার বারাসতে তৃণমূলের বিরুদ্ধে সন্দেশখালিতে নারী নির্যাতনের উত্তর দেবেন।