মহানগর ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে আজ পথে নামছেন। তৃণমূলনেত্রী আজ, সোমবার কালীঘাট মন্দিরে পুজো দিয়ে হাজরা থেকে এই সংহতি মিছিল শুরু করবেন। যার পুরোভাগে কোনও রাজনৈতিক নেতা নয়, সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি থাকবেন।এই মিছিলকে নেতৃত্ব দেবেন পুরোহিত, মোয়াজ্জেম, শিখ গুরু, গির্জার ফাদার প্রত্যেকে।
পার্ক সার্কাসে শেষ হবে মিছিল। এই মিছিলে অংশ নিতে চেয়েছিলেন কয়েক হাজার মানুষ। মমতা প্রথমেই তাঁদের বড় অংশকে পৌঁছে যেতে বলেছেন পার্ক সার্কাস ময়দানে। সেখানে যে মঞ্চ তৈরি হয়েছে তাকেও রূপ দেওয়া হয়েছে সর্বধর্ম সমন্বয়ের। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যে জনসভায় বক্তব্য রাখবেন, সেই মঞ্চেও থাকবেন না কোনও রাজনৈতিক নেতা ।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংহতি মিছিলের প্রাক্কালে রবিবার নিজের এক্স হ্যান্ডলে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে পোস্ট করেছেন।যেখানে অভিষেক লিখেছেন, “মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার যা-ই হোক, ঘৃণা, হিংসা ও নিরীহ মানুষের মৃতদেহের উপর তৈরি কোনও উপাসনাস্থল মেনে নিতে আমার ধর্ম আমায় শেখায়নি।” যেভাবে রামমন্দিরকে সামনে রেখে বিজেপি দেশজুড়ে প্রচারে নেমেছে, তার সামনে অভিষেকের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সোশ্যাল মিডিয়ায়।