মহানগর ডেস্ক : ফের মেট্রো বিভ্রাট। সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে নাজেহাল যাত্রীরা। এবার বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার কারণে পরিষেবা বন্ধ থাকলো গিরীশ পার্ক থেকে পার্কস্ট্রিট পর্যন্ত ।
জানা গিয়েছে গিরিশ পার্ক স্টেশনেই দাঁড়িয়ে পড়ে মেট্রোটি। এর জেরে অফিসগামী যাত্রীদের পড়তে হয় সমস্যায়। কলকাতা মেট্রোর তরফে বিবৃতি মারফৎ জানানো হয়েছে যে মঙ্গলবার সকাল ১০টা ১৫ নাগাদ ডাউন লাইনে পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের মাঝে একটি ফ্ল্যাশ দেখা যায়। এর ফল স্বরূপ বর্তমানে ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বরের মধ্যে সার্ভিস চালানো হচ্ছে।
প্রসঙ্গত, মেট্রোয় যান্ত্রিক গোলোযোগ কিংবা আত্মহত্যার ঘটনা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অফিস টাইমে মেট্রো বিভ্রাটের জেরে গন্তব্য়ে পৌঁছতে অনেটাই দেরি হচ্ছে যাত্রীদের। যদিও অনেকযাত্রীই বেছে নিচ্ছেন বিকল্প পথ। সেক্ষেত্রে পাতাল পথ ছেড়ে তাদের ঘুর পতে বেশি ব্যয়ে যেতে হচ্ছে সড়ক পথে। মেট্রোয় একের পর এক ঘটনা ঘটায় ক্ষুব্ধ যাত্রীদের একাংশ প্রশ্নের মুখে মেট্রোর সংরক্ষণ ব্যবস্থা।