Home Kolkata শুরু হল গঙ্গার নীচ দিয়ে যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা, দেখুন প্রথম দিনেই নজরকাড়া ভিড়

শুরু হল গঙ্গার নীচ দিয়ে যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা, দেখুন প্রথম দিনেই নজরকাড়া ভিড়

by Shreya Maji
53 views

মহানগর ডেস্ক:  বহু প্রতীক্ষার অবসান হয়েছে। চালু হল গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবা । যদিও আগেই উদ্বোধন করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তবে আজ থেকেই শুরু হল যাত্রী পরিষেবা। দেখে নিন প্রথম দিনে  কেমন ভিড় হল।

প্রথম দিনেই নজরকাড়া ভিড। এসপ্ল্যানেড এবং হাওড়াতে থিক থিক করছে ভিড়।

বহু মানুষ প্রথম দিনেই গঙ্গার নীচ দিয়ে মেট্রো সফরের সাক্ষী হতে হাজির হয়েছেন।

মেট্রো চালু হওয়ার পর ভিড় ছিল দেখার মত।

গঙ্গার নীচ দিয়ে মেট্রোতে যেতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড।

 

You may also like