Home Kolkata চালক ছাড়াই ছুটছে মেট্রো! আরো এক ইতিহাসের সাক্ষী কলকাতা

চালক ছাড়াই ছুটছে মেট্রো! আরো এক ইতিহাসের সাক্ষী কলকাতা

চালু হল অটোমেটিক ট্রেন অপারেশন।

by Pallabi Sanyal
49 views

মহানগর ডেস্ক : একের পর এক ইতিহাস তৈরি হয়ে চলেছে কলকাতার বুকে। গঙ্গার নীচ দিয়ে মেট্রো চালিয়ে যেমন মুকুটে নতুন পালক অর্জন করেছে কলকাতা মেট্রো, অন্যদিকে নববর্ষে চালক ছাড়াই মেট্রো পরিষেবা প্রদান করে আরো এক রেকর্ড গড়লো মেট্রো কর্তৃপক্ষ।

বিগত কয়েক বছরে বিভিন্ন রুটে প্রসারিত হয়েছে কলকাতা মেট্রো রেলের নেটওয়ার্ক। তবে এখনও পর্যন্ত, সবথেকে বেশি ব্যবহার হয় পুরনো নর্থ-সাউথ রুট এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো। ইস্ট-ওয়েস্ট মেট্রো এখনও পর্যন্ত পুরোটা জুড়ে যায়নি। তবে এরই মধ্যে এই মেট্রো রুটে তৈরি হল নয়া ইতিহাস। সপ্তাহের শুরুতে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের শিয়ালদা থেকে সেক্টর ফাইভ অংশে চালু হল অটোমেটিক ট্রেন অপারেশন।

ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনের সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি স্বয়ংক্রিয়। এই আবহে কন্ট্রোল রুম থেকেই মেট্রো চলাচল নিয়ন্ত্রণ করা যাবে। এই আবহে এবার এই রুটে চালক ছাড়াই মেট্রো ছুটবে। এদিকে চালকবিহীন মেট্রো পরিষেবা চালুর ফলে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যেতে দুই থেকে তিন মিনিট সময় কম লাগবে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, আগে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাওয়ার জন্য় সময় লাগত ২০ মিনিট। এখন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ১৭ মিনিট। এদিকে ফেরার পথে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত আসতেও কম সময় লাগবে। আগে এই রুটে আসতে সময় লাগত ২০ মিনিট। বর্তমানে ১৮ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved