Home Kolkata বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও এক ঘূর্ণাবর্ত, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও এক ঘূর্ণাবর্ত, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

by Shreya Maji
1 views

 কলকাতা: গত কয়েদিন ধরেই বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। তবে বৃষ্টি হলেও ভ্যপসা গরম কাটেনি। এ যেন সত্যিই পচা ভাদ্র। কতদিন চলবে সেটাই জানাল আবহাওয়া দফতর। বাইরে বেরানোর আগে মনে করে ছাতা নিতে ভুলবেন না কারণ ফের  বুধবার  বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও এক ঘূর্ণাবর্ত, যার জেরে ভাসবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নতুন হতে চলা ঘূর্ণাবর্তের জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টি হবে । আজ শনিবারও ভাল বৃষ্টি হতে পারে কলকাতা সহ জেলাগুলিতে। টানা এই বৃষ্টির জেরেই দক্ষিণবঙ্গে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে । তবে উত্তরবঙ্গে আগামী ৫ দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।  বৃষ্টিপাতের  শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা কমে ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে  ৩ ডিগ্রি কম এবং  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved