Home Kolkata মশার লার্ভা মরবে মাত্র ৩ সেকেন্ডে, এগিয়ে এল পুরসভা

মশার লার্ভা মরবে মাত্র ৩ সেকেন্ডে, এগিয়ে এল পুরসভা

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: মাত্র তিন সেকেন্ডে শেষ হবে মশার লার্ভা! কড়া এতটাই। চাইলেই দোকানে কিনতে পাওয়া যায় না এই কীটনাশক।একমাত্র রাজ‌্য সরকারি সংস্থা কীটনাশক এডিস ইজিপ্টাইয়ের লার্ভা মারতে ন‌্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের অনুমোদন প্রাপ্ত টেমিফস ৫০% ইসি ব‌্যবহার করতে পারে।তবে সেই ওষুধ এবার আমজনতাও ব‌্যবহার করতে পারেন।কলকাতা পুরসভার মুখ‌্য পতঙ্গবিদ ডা. দেবাশিস বিশ্বাসকে তার জন‌্য চিঠি লিখতে হবে।

কোনওটা প্রায় একদিন, আবার কোনওটা তিনঘণ্টা।অনেকটা সময় লেগে যায় বাজার চলতি কীটনাশকের ডেঙ্গুর মশার লার্ভার উপর কাজ করতে।টেমিফস ৫০% ইসি ডেঙ্গুর মশার লার্ভা মারতে ম‌্যাজিকের মতো কাজ করছে। কলকাতা পুরসভা ড্রোন উড়িয়ে এই কীটনাশকই ছড়াচ্ছে । যাতে অ‌্যালকাইল অ‌্যারিল সালফোনেট এবং পলি অক্সি ইথাইলিন উপাদান হিসাবে রয়েছে।কলকাতা পুরসভার মুখ‌্য পতঙ্গবিদ ডা. দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, “এডিস ইজিপ্টাইয়ের লার্ভার জন‌্য টেমিফস ৫০% ইসি আদতে কন্টাক্ট পয়জন (Contact Poison)। অর্থাৎ এর সংস্পর্শে এলেই কয়েক সেকেন্ডের মধ্যে মারা যায় এডিস ইজিপ্টাইয়ের লার্ভা।”

দোকানে কিনতে পাওয়া যায় না ন‌্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের অনুমোদিত এই কীটনাশক।সাধারণের পক্ষে তা সংগ্রহ করাও সম্ভব নয়।এদিকে যখন তখন বৃষ্টি হচ্ছে। জল জমছে ছোট ছোট গর্তে। সেক্ষেত্রে চিঠি লিখতে হবে কলকাতা পুরসভার মুখ‌্য পতঙ্গবিদকে কোনও প্রতিষ্ঠান কিংবা আবাসনের পক্ষ থেকে এই টেমিফস সংগ্রহ করতে চাইলে।

এই বিষয়ে ডা. দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, চিঠি লিখে আবেদন করতে হবে কোনও প্রতিষ্ঠান বা আবাসনের পক্ষ থেকে। চিঠিতে তারা লিখবে, ”আমরা নিজেরা টেমিফস ব‌্যবহার করতে চাই।” সেক্ষেত্রে ওই কীটনাশক রাজ‌্য সরকারি সংস্থা যেভাবে কেনে সেভাবে তারাও সংগ্রহ করতে পারবে।১৫ এমএল টেমিফস দশ লিটার জলে মিশিয়ে তা স্প্রে করতে হয়।প্রসঙ্গত,সোমবার পরিত‌্যক্ত কৃষ্ণা গ্লাস ফ‌্যাক্টরিতে এই কীটনাশকই ছড়ায় পুরসভা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved