Home Kolkata পুলিশদের জন্য নয়া নির্দেশ, পুজোর ডিউটিতে মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ লালবাজারের 

পুলিশদের জন্য নয়া নির্দেশ, পুজোর ডিউটিতে মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ লালবাজারের 

by Shreya Maji
1 views

মহানগর ডেস্ক: জারি হলো নয়া নির্দেশ!এবার পুজোয় ডিউটির সময়ও পুলিশের মোবাইল ব‌্যবহারে নিয়ন্ত্রণ লালবাজারের। এমনকী, কাঁধে নিজস্ব ব‌্যাগ নিয়েও যাতে কাউকে ডিউটি করতে দেখা না যায়, সেই ব‌্যাপারেও কড়া হচ্ছেন পুলিশকর্তারা। গত বছরের অক্টোবরে পুজোর পর ডিউটির সময় পুলিশের মোবাইল ব‌্যবহারে রাশ টানার নির্দেশ দিয়েছিলেন পুলিশ কমিশনার।

এবার লালবাজারের নির্দেশ, পুজোর ডিউটির সময় খুব প্রয়োজন ছাড়া মোবাইল ব‌্যবহার করতে পারবেন না পুলিশকর্মীরা। সোমবারই লালবাজারের কর্তা, প্রত্যেক থানা ও ট্রাফিক গার্ডের ওসিদের নিয়ে বৈঠকে বসতে পারেন পুলিশ কমিশনার।লালবাজারের কর্তারা,সেখানেই পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন।

প্রায় চার হাজার পুলিশকর্মী এই বছর অবসর গ্রহণ করেছেন। তাই পুলিশের সংখ‌্যা কম হলেও অন্তত দশ হাজার পুলিশ পুজোর ডিউটিতে রাস্তায় থাকছে। সঙ্গে অন্তত দশ হাজার ‘পুজো ভলান্টিয়ার’। এ ছাড়া থাকছেন হোমগার্ড ও সিভিক ভলান্টিয়াররাও। প্রত্যেকটি বড় পুজোর দায়িত্বে থাকছেন একজন করে ডিসি পদমর্যাদার আধিকারিক।পাশাপাশি অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার পদের কর্তা,যেখানে অন‌্য গুরুত্বপূর্ণ পুজো এবং দর্শনার্থীদের ভিড় সেখানে দায়িত্বে থাকছেন ।

ডিভিশনের ডিসিরা ছোট পুজো মণ্ডপগুলিতেও প্রয়োজনে পুলিশ মোতায়েন করতে পারেন।চতুর্থী থেকে নবমী টানা বিকেল সাড়ে তিনটে থেকে রাস্তা ও মণ্ডপে পুলিশ মোতায়েন থাকছে। আবার রাত বারোটায় মোতায়েন হচ্ছে পুলিশের দ্বিতীয় ব‌্যাচ। ফলে দুঘণ্টা টানা ডিউটির পর পুলিশকর্মীরা যাতে একটু বিশ্রাম নিতে পারেন, সেই ব‌্যবস্থা করতে বলা হয়েছে দায়িত্বে থাকা পুলিশকর্তাদের। সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত ডিউটিতে থাকবে কম সংখ‌্যক পুলিশ।

পুজোয় পর্যাপ্ত সংখ‌্যক পুলিশ পিকেট থাকছে শহরের রাস্তায়। নিরাপত্তা ও নজরদারির জন‌্য রাস্তায় দু’বেলা থাকবে আটটি করে ১৬টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। এ ছাড়াও ৩০টি পুলিশ কন্ট্রোলরুম মোবাইল ও আরও পিসিআর গাড়ি টহল দেবে। ১৩টি কুইক রেসপন্স টিম কমব‌্যাট ফোর্স নিয়ে থাকবে রাস্তায়।আপদকালীন পরিস্থিতিতে দমকলকে এসকর্ট করতে,অন্তত ১২টি জায়গায় পিসিআর ভ‌্যান তৈরি থাকবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved