HomeKolkataরিপোর্টে সন্তুষ্ট নয়, পর্যবেক্ষণ করতে এবার যাদবপুর ক্যাম্পাসে আসছে খোদ ইউজিসির টিম

রিপোর্টে সন্তুষ্ট নয়, পর্যবেক্ষণ করতে এবার যাদবপুর ক্যাম্পাসে আসছে খোদ ইউজিসির টিম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর র‌্যাগিংয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ইউজিসি নির্ধারিত র‌্যাগিং-বিরোধী নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ।

- Advertisement -

মহানগর ডেস্ক : সোমবার অর্থাৎ আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-এর প্রতিনিধি দল। এবার বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। এমনকি হোস্টেল পরিদর্শনেও যেতে পারেন এই প্রতিনিধি দল। বিশ্ববিদ্যালয়ের সব পক্ষের সঙ্গে আলাদা করে কথা বলারও সম্ভবনা রয়েছে বলে জানা গিয়েছে।

সোমবার সকালেই বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায় ইউজিসি-র চার সদস্যের প্রতিনিধি দল। তাঁরা খতিয়ে দেখবেন র‌্যাগিং সংক্রান্ত নিয়ম-কানুন। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কয়েকটি রিপোর্টও চাইতে পারেন বলে জানা গিয়েছে। সোমবারই তাঁরা ফিরে যাবেন নাকি কলকাতায় থেকে যাবেন এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করতে পারে ইউজিসি। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, ‘ইউজিসি আমাদের রিপোর্টে অসন্তুষ্ট তাই তাঁরা পরিদর্শনে এসেছেন এমনটা কিন্তু নয়, এখানে হয়তো ওঁদের কারও কারও সঙ্গে দেখা করার আছে, কথা বলার আছে, তাই এসেছেন’।

উল্লেখ্য,  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর র‌্যাগিংয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ইউজিসি নির্ধারিত র‌্যাগিং-বিরোধী নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে ইউজিসির তরফ থেকে আগেই অনেকবার কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। তবে প্রশ্নের জবাবে প্রতিবারেই পাল্টা চিঠি দিয়ে ইউজিসি জানিয়েছেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের উত্তরে সন্তুষ্ট নয়। তাই এইবার সরাসরি বিশ্ববিদ্যালয়ে এসে ইউজিসির প্রতিনিধিরা সমস্ত বিষয় খতিয়ে দেখবেন।

Most Popular