মহানগর ডেস্ক: কলকাতায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল বুধবার ভারতের প্রথম নদীর তলদেশে নির্মিত মেট্রো টানেলের উদ্বোধন করতে চলেছেন। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবার সূচনা করবেন। সেই সঙ্গেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সূচনা করবেন। আন্ডারওয়াটার মেট্রোর উদ্বোধন নিয়ে মুখিয়ে রয়েছে কলকাতা, বাংলা সহ গোটা দেশই।
বলা ভাল, শহুরে গতিশীলতা এবং সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই মেট্রো পরিষেবা উল্লেখযোগ্য অগ্রগতি চিহ্নিত করবে বলেই মনে করা হচ্ছে কলকাতা মেট্রো এক্সটেনশন, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো সেকশন সমন্বিত, ভারতের মধ্যে প্রথম পরিবহন টানেল যা একটি বড় নদীর তলদেশ দিয়ে গিয়েছে যা দেশের পরিকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলককে চিহ্নিত করে। এই মেট্রো পরিষেবা কলকাতা থেকে হাওড়া যাতায়াতের ক্ষেত্রে বহু সমস্যার সমাধান করে দেবে। কমবে যাতায়াতের সময়। গঙ্গার তলা পেরাতে সময় লাগবে মাত্র ৪৬ সেকেন্ড। আন্ডারওয়াটার মেট্রো ছাড়াও, প্রধানমন্ত্রী কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো সেকশন এবং তারাতলা-মাজেরহাট মেট্রো সেকশনেরও উদ্বোধন করবেন, যা জোকা-এসপ্ল্যানেড লাইনের অংশ।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠান শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা থেকেই দেশজুড়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করতে চলেছেন। এর মধ্যে রয়েছে পুনে মেট্রোর রুবি হল ক্লিনিক থেকে রামওয়াড়ি পর্যন্ত প্রসারিত, এসএন জংশন মেট্রো স্টেশন থেকে ত্রিপুনিতুরা মেট্রো স্টেশন পর্যন্ত কোচি মেট্রো রেলের প্রথম ধাপের এক্সটেনশন, তাজ ইস্ট গেট থেকে মানকামেশ্বর পর্যন্ত আগ্রা মেট্রোর প্রসারিত এবং দুহাই-মোদিনগর (উত্তর) অংশ যা দিল্লি-মিরাট আরআরটিএস করিডোর। এই প্রকল্পগুলির প্রতিটি উল্লেখযোগ্য কারণ রাস্তানয় যানজট কমানোর জন্য এবং জনসাধারণকে আরামদায়ক সংযোগ প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে।