Home Kolkata ডিএ আন্দোলনের অন্যতম মুখ ভাস্কর ঘোষের গায়ে হাত পুলিশের! কার নির্দেশে?

ডিএ আন্দোলনের অন্যতম মুখ ভাস্কর ঘোষের গায়ে হাত পুলিশের! কার নির্দেশে?

পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ।

by Pallabi Sanyal
41 views

মহানগর ডেস্ক : নির্বাচনের আগে পুলিশের ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে। চাকরিপ্রার্থীদর যৌথ মঞ্চের ডাকা মহামিছিলে পা মিলিয়ে গ্রেফতার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। জোরপূর্বক তাকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ভাস্করবাবু বার্তা দিয়ে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে ভাস্কর ঘোষের পরনের পাঞ্জাবি ছেঁড়া। পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। শুধু তাই নয় আরো একটি গুরুতর অভিযোগ করেছেন ভাস্কর বাবু। তার দাবি,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে পুলিশে। ভাস্করবাবুর ভিডিও বার্তাটি প্রকাশ্যে আসার পরই গোটা ঘটনা নিয়ে সুর চড়িয়েছে বিরোধী শিবির।

শুভেন্দু অধিকারী এক্সে এই ঘটনায় লিখেছেন, ‘পুলিশ তুমি যতই মারো, বেতন তোমার একশো বারো।’ অন্যদিকে দিলীপ ঘোষ নিন্দার সুরে বলেন, ”এটাই তো প্রথম নয়। এই সরকার শুধু হিংসা আর দুর্নীতিই দিয়েছে মানুষকে। তাছড়া আর কিছু দিতে পারেনি। আপনি কিছু চাইলে আপনাকে গলা ধাক্কা দেওয়া হবে, কেস করা হবে, অপমান করা হবে। এর আগেও ডিএ নিয়ে দাবি তোলায় একই ঘটনা ঘটেছিল। মহিলাদের পর্যন্ত রেয়াত করা হয়নি। আমরা দেখেছি, ওরা রাস্তায় জলে, কাদায় শুয়ে আছে। আর কী বাকি রেখেছেন? একটা গণতান্ত্রিক পদ্ধতির আন্দোলনে তাঁদের কথা শোনার কেউ নেই। ভাস্কর বাবুদের লড়াই থামবে না। এই লড়াই এই অত্যাচারী শাসককে একদিন সঠিক পথে নিয়ে আসবে। পুলিশ অযৌক্তিক কথা বলছে। তাঁরা কেউ পুলিশকে মারতে যায়নি। পুলিশ ওদের আন্দোলনে বাধা দিয়েছে। পুলিশের বিরুদ্ধে কেস হাওয়া উচিৎ। গণতান্ত্রিক আন্দোলনের গলা টিপে ধরলে মানুষ বিচার করবে।”

 

প্রসঙ্গত, এর আগেও যতবার চাকরিপ্রার্থীরা তাদের নিয়োগের দাবিতে পথে নেমেছেন পুলিশের বিরুদ্ধে তাদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ উঠেছে। এই গ্রীষ্মের দহনজ্বালাকে উপেক্ষা করে যখন হকের চাকরির দাবিতে চাকরিপ্রার্থীদের ৭ টি মঞ্চ রাজপথে নামে, তখন আরো তেঁতে ওঠে পরিস্থিতি। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের ছবি হাতে মিছিলে হাঁটেন চাকরিপ্রার্থীরা। অভিনব প্রতীকী প্রতিবাদ হিসেবে ছিল শব। বহু চাকরিপ্রার্থী চাকরি না পেয়ে হতাশায় আত্মহননের পথে হেঁটেছেন। তাই বিষয়টিকে তুলে ধরতে কাঁধে প্রতীকী মৃতদেহ নিয়ে হাঁটতে দেখা যায় চাকরিপ্রার্থীদের।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved