Home Kolkata পরের বছর পুজো অক্টোবরের প্রথম দিকে!জেনে নিন ২০২৪-এর দুর্গাপুজোর সময়সূচি

পরের বছর পুজো অক্টোবরের প্রথম দিকে!জেনে নিন ২০২৪-এর দুর্গাপুজোর সময়সূচি

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: সমাপ্তি হল এই বছরের দুর্গাপুজো। বিষাদের ছোঁয়া বাঙালির ঘরে ঘরে।আবার এক বছরের অপেক্ষা মায়ের আগমনের জন্য।তবে এই বছরের বিজয়া থেকেই বাঙালির মনে শুরু হয়ে যায় পরের বছর বোধনের জন্য দিন গোণা।চলুন জেনে নেওয়া যাক আগামী বছর ২০২৪ সালের দুর্গাপুজো কবে শুরু হবে ও তার বিস্তারিত দিনক্ষণ।

অক্টোবরর শেষে দুর্গাপুজো ছিল এই বছর। ইতিমধ্যেই বাতাসে লেগেছে হিমের ছোঁওয়া গ্রাম বাংলার দিকে।এই বছরের কালীপুজো আগামী ১২ নভেম্বর পালিত হবে।তাই একটু দেরিতেই এই বছর পুজোর প্রস্তুতি শুরু হয়েছিল।তবে আগামী বছর কিন্তু এমনটা দেখা যাবে না।অক্টোবরের প্রথম দিকে সামনের বছরের পুজো।জেনে নিন কবে পড়েছে দুর্গাপুজো ২০২৪ সালে, সেই হিসেবে ঠিক করুন পুজোর প্রস্তুতি কবে থেকে শুরু করবেন।

আগামী বছর ২ অক্টোবর বুধবার মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে।সেদিন দেবীপক্ষের সূচনা হবে পিতৃপক্ষের অবসান হয়ে।দেবীপক্ষের প্রতিপদ তিথি পরের দিন ৩ অক্টোবর।তাঁরা সেদিন থেকেই পুজো শুরু করবেন,শারদীয়া নবরাত্রি যাঁরা পালন করেন।আগামী বছর দুর্গাপুজোর নির্ঘণ্ট:

১)২০২৪-এ মহাষষ্ঠী পালিত হবে ৯ অক্টোবর বুধবার।
২)মহাসপ্তমী পালিত হবে ১০ অক্টোবর বৃহস্পতিবার
৩)মহাঅষ্টমী ১১ অক্টোবর শুক্রবার।
৪)মহানবমী পালিত হবে ১২ অক্টোবর শনিবার।
৫)বিজয়া দশমী পালিত হবে ১৩ অক্টোবর রবিবার।

২০২৪-এ মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় আগামী বছর দোলা বা পালকিতে দেবীর আগমন হবে। শাস্ত্র অনুসারে এর ফল “দোলায়াং মকরং ভবেৎ” অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু লক্ষ্য করা যায়। দেবীর আগমন।দোলা বা পালকিতে হলে ভয়ঙ্কর মহামারী সূচিত হয়।যাতে বিপুল প্রাণহানি অনিবার্য।

অন্যদিকে, ২০২৪-এ বিজয়া দশমী রবিবার পড়ায় আগামী বছর গজ বা হাতিতে দেবীর গমন হবে।দেবীর উৎকৃষ্টতম বাহন হলো গজ। তাই মর্ত্যলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে দেবীর আগমন বা গমন হাতিতে হলে।পূরণ হয় ভক্তদের মনোবাঞ্ছা। পরিশ্রমের সুফল লাভ করেন মর্তলোকের বাসিন্দারা। অনাবৃষ্টি বা অতিবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ততটাই বর্ষা হয়।

দুর্গাপুজোয় দুটো ছুটির দিন নষ্ট হয়েছে এই বছর সপ্তমী ও অষ্টমী শনি ও রবিবার পড়ায়।শনি ও রবিবার পড়েছে আগামী বছর নবমী ও দশমী। অর্থাত্‍ সামনের বছরও দুর্গাপুজোর মধ্যে ছুটি নষ্টের গল্প থাকবে।দুর্গাপুজোর কদিন পরেই বাঙালি মেতে ওঠে কোজাগরী লক্ষ্মীপুজোয়।১৬ অক্টোবর বুধবার পড়েছে ২০২৪-এ কোজাগরী লক্ষ্মীপুজো।৩১ অক্টোবর বৃহস্পতিবারে পালিত হবে কালীপুজো ও দীপাবলি।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved