Home Kolkata ‘আমার বস’এর শুভমহরৎ! বাংলা সংলাপে সেটে রাখি গুলজার।

‘আমার বস’এর শুভমহরৎ! বাংলা সংলাপে সেটে রাখি গুলজার।

by Sushama
41 views

মহানগর ডেস্কঃ জার্নি শুরু। কল টাইমের ১৫ মিনিট আগেই সেটে উপস্থিত বর্ষীয়ান অভিনেত্রী রাখি। শহরে এসেছেন ৩ জানুয়ারি। শিবু-নন্দিতার নতুন ছবির শুটিং শুরু হয়েছে ৫ জানুয়ারি। পরিচালক জুটির এই ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহের শেষ নেই। বিমান বন্দর থেকে রাখি গুলজারকে রিসিভ করতে আগেভাগেই পোঁছে ছিলেন পরিচালক জুটি। একদম পুজো দিয়ে নির্দিষ্ট সময় মেনে সাত সকালেই আমার বস এর যাত্রা শুরু হল।

ডেসটিনেশন সেক্টর ফাইভ। ১৫ দিন এখানেই চলবে শুটিং। মাত্র ১ মাস লাগবে ছবির পুরো শুট শেষ হতে। রাত দিন এক করে টিম উইন্ডোজ খাটছে আমার বসে। মুম্বই নিবাসী হলেও প্রথম দিনে অভিনেত্রীর মুখে ঝরঝরে বাংলা শুনে আহ্লাদে আটখানা মাছে ভাতে বাঙালি। কাজ শেষে পাতপেরে দুপুরে খেলেন মাছ ভাত।

https://fb.watch/ppj6Tzg_Ox/

বর্ষীয়ান অভিনেত্রীর আতিথিয়তায় কোনো ত্রুটি রাখেননি শিবপ্রসাদ-নন্দিতা। যতই হোক প্রবীণ বঙ্গকন্যা বলে কথা। এই দিন শ্রাবন্তী, শ্রুতির কোনও দৃশ্য ছিল না, তাই এদিন তাদের দেখা যায়নি। এই ছবিতে রাখি শ্রাবন্তী, শ্রুতি ছাড়াও অভিনয় করবেন শিবপ্রসাদ মুখার্জী।

You may also like