Home Kolkata ডানা আতঙ্কে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, ক্ষয়ক্ষতি এড়াতে জারি সতর্কতা

ডানা আতঙ্কে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, ক্ষয়ক্ষতি এড়াতে জারি সতর্কতা

by Bikram Banerjee
45 views

বিক্রম ব্যানার্জী: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা খুব শীঘ্রই আঘাত হানতে পারে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে। সেই সাথে উড়িষ্যার একাধিক উপকূল অঞ্চলে চলবে তাণ্ডব। যেই খবর সামনে আসতেই পূর্ব, উত্তর-পূর্ব সীমান্ত, দক্ষিণ-পূর্ব রেল ও ইস্ট কোস্ট রেলের তরফে একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। বাতিল হয়েছে শিয়ালদা ও হাওড়া ডিভিশনের অসংখ্য ট্রেন। বিশেষত, বাংলা উপকূল ও উড়িষ্যা উপকূলের সঙ্গে সংযোগ রয়েছে এমন লাইনেই থেমেছে ট্রেনের চাকা। পাশাপশি রেল সূত্রে খবর, ঝড়ের গতি প্রকৃতি সম্পর্কে আবহাওয়া দফতরের কাছ থেকে সমস্ত তথ্য নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ডানার প্রভাবে বাতিল শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন 

রেল সূত্রে খবর, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার শিয়ালদহ দক্ষিণ ও বারাসাত-হাসনাবাদ বিভাগে বাতিল হতে পারে একাধিক ট্রেন। যার মধ্যে থাকছে, শিয়ালদহ- লক্ষীকান্তপুর, শিয়ালদহ- বজবজ, লক্ষীকান্তপুর- নামখানা লোকাল, শিয়ালদহ- ডায়মন্ড হারবার সহ শিয়ালদহ-বারুইপুর, শিয়ালদহ-সোনারপুর লোকাল ও বারাসাত- হাসনাবাদ লোকালের মতো একাধিক ট্রেন। এছাড়াও হাওড়া ডিভিশনে হাওড়া-ব্যান্ডেল, ব্যান্ডেল- হাওড়া সহ শুক্রবারের পরিস্থিতি পর্যবেক্ষণ করে হাওড়া থেকে সিঙ্গুরগামী একাধিক লোকাল ট্রেন বাতিল করার আভাস দিয়েছে রেল। 

রেলের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত 8 টা থেকে শুক্রবার সকাল 10 টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সেই সাথে দক্ষিণ শাখার কোনও স্টেশনেই শিয়ালদহের উদ্দেশ্যে এই সময়ের মধ্যে গড়াবে না ট্রেনের চাকা। একই সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত শিয়ালদহ ও বারাসাত থেকে হাসনাবাদের উদ্দেশ্যে কোনও ট্রেনই চলবে না। রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ডানার অবস্থা বুঝে পরবর্তীতে অন্যান্য বিভাগেও ট্রেন চলাচল বন্ধ করার পথে তারা। এখনও পর্যন্ত প্রায় 160 টি ট্রেন বাতিল করা হয়েছে। 

প্রসঙ্গত, ঘূর্ণিঝড়ের আতঙ্কে ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেল ও ইস্ট কোস্ট রেলের তরফে একাধিক বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। পাশাপশি ডানার ঝাপটা এড়াতে বালাসোর রেলের তরফে খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুম। একই সঙ্গে হাওড়া, শিয়ালদহ, খড়গপুর ও সাঁতরাগাছি স্টেশনে ঝড়ের আতঙ্কে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উপকূলবর্তী স্টেশন গুলিতে বৃহস্পতিবারই ইঞ্জিনিয়ার ও সিগন্যাল বিভাগের কর্মীদের নিয়োগ করা হবে। তবে এখানেই শেষ নয়, গুরুত্বপূর্ণ স্টেশন গুলিকে চিহ্নিত করে খোলা হবে ইমারজেন্সি কন্ট্রোল রুমও। স্টেশনগুলিতে ইলেকট্রিসিটির সমস্যা যাতে না হয় তার জন্য মোতায়েন করা হয়েছে বেশ কিছু জেনারেটার সেট।

আরও পড়ুন: পাকা চুলের সমস্যায় জেরবার? মেনে চলুন এই নিয়মগুলি

You may also like