মহানগর ডেস্ক : আগামী শুক্রবার, ১৫ মার্চ থেকে দেশের প্রথম গঙ্গার নীচ দিয়ে ছুটে চলা ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হচ্ছে। ওই দিনই যাত্রীদের জন্য পরিষেবা চালু হয়ে যাবে। আগামী শুক্রবার অর্থাৎ ওই একই দিন থেকে নিউ গড়িয়া-রুবি এবং জোকা-তারাতলা মেট্রো মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেও যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে।
কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। তবে রবিবার মেট্রো পরিষেবা আপাতত বন্ধ থাকবে। সারা দিনে মোট ১৩০টি মেট্রো যাত্রী পরিষেবায় চলাচল করবে। দিনের ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর এবং অন্য সময়ে ১৫ মিনিট অন্তর মেট্রো চলাচে করবে। অন্যদিকে নিউ গড়িয়া-রুবি মেট্রোপথে ২০ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে ১৫ মার্চ থেকে। সকাল ৯টায় দিনের প্রথম মেট্রো ছাড়বে রুবি এবং গড়িয়ে স্টেশন থেকে। শেষ মেট্রো ছাড়বে বিকেল ৪টে ৪০ মিনিটে। তবে এই মেট্রোপথে শনিবার এবং রবিবার কোনও পরিষেবা পাওয়া যাবে না।
জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশে ২৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৮টায়, শেষ মেট্রো দুপুর বিকেল ৩টে ৩৫ মিনিটে। এখানেও শনিবার এবং রবিবার মেট্রো পরিষেবা মিলবে না। কৌশিক মিত্র, সিপিআরও, মেট্রো রেল এই খবর জানিয়েছেন।