Home Kolkata কলকাতায় উদ্ধার কঙ্কাল, জোর চাঞ্চল্য এলাকাজুড়ে 

কলকাতায় উদ্ধার কঙ্কাল, জোর চাঞ্চল্য এলাকাজুড়ে 

by Shreya Maji
44 views
মহানগর ডেস্ক : বাসন্তী হাইওয়ের পাশে মাটি কাটতে গিয়ে উদ্ধার কঙ্কাল। যার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাইপলাইনের মাটি কাটতে গিয়ে কঙ্কাল টি দেখতে পান কর্মীরা। মুহুর্তেই খবরটি ছড়িয়ে যায়। এলাকার মানুষ ভীড় জমিয়ে সেই কঙ্কাল দেখতে আসে। পরে বাসন্তি থানার পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার  আমঝাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় আমঝাড়া জয়দেবের মোড় এলাকায় পাইপলাইনের জন্য মাটি কাটা কাজ চলছিল। সেই সময় একটি কঙ্কাল উদ্ধার হয়। এই ঘটনায় এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে। বাসন্তী থানার পুলিস খবর পেয়ে কঙ্কালগুলি উদ্ধার করে নিয়ে যায়। সেগুলি ময়নতন্ত্রের জন্য পাঠানো হয়েছে বলে পুলিস সূত্রে খবর। তদন্তে বাসন্তী থানার পুলিস।

You may also like