মহানগর ডেস্ক: বিশ্ববিখ্যাত প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা চাকরি পেলেন এক ডেলিয়েট কোম্পানিতে।কিছুদিন আগে সৌরভ এবং ডোনার সমাবর্তনের ছবি ব্ল্যাক হার্ট এবং ব্ল্যাক গাউনে একটি ছবি ভাইরাল ভাইরাল হয়েছিল। বাবা-মা ও মেয়ের সেই ছবি সকলের মন কেড়েছে। সম্প্রতি সানা লন্ডন কলেজ অফ ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক হয়ে ফিরেছেন। তারপরেই পেলেন চাকরি।
সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, লন্ডনের কোনো ভালো ইউনিভার্সিটি থেকে সানা এমএসসি’র জন্য চেষ্টা করছে। তার জন্য লন্ডনের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সূত্রের খবর সানা যখন লন্ডনের কলেজে পড়াশুনা করছিলেন তখন তিনি পিডব্লিউসিতে ইন্টার্ন করতেন বলে জানা গিয়েছে। সেখানে তাঁর বেতন ছিল ভারতীয় মুদ্রার আড়াই লাখ টাকা। সূত্র থেকে জানা গিয়েছে লন্ডন কলেজ অফ ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে ইন্টারভিউ নেয় বিশ্ববিখ্যাত কোম্পানি ডেলিয়েট। সানার মেধা ডেলিয়েট কোম্পানিকে গর্বিত করেছে। সানাকে তাঁরা একজন ট্রেইনি হিসেবে তাঁদের কোম্পানিতে নিযুক্ত করতে চান বলে জানা গিয়েছে। এই বিশ্ববিখ্যাত কোম্পানির বেতন মাসে তিন লাখ ২৫ হাজার টাকা।
এই কোম্পানির কাজ করার পাশাপাশি সানা তার নিজের পড়াশুনা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সৌরভ জানিয়েছেন যে সানা তার নিজের মেধার জন্য এই চাকরি পেয়েছেন । এতে তার বাবার কোনো ভূমিকা নেই।