Home Kolkata নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিনের আবেদন মানিক ভট্টাচার্যের ছেলের 

নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিনের আবেদন মানিক ভট্টাচার্যের ছেলের 

by Mahanagar Desk
3 views

কলকাতা: নিয়োগ দুর্নীতি (ssc scam) মামলায় তোড়পাড় গোটা রাজ্য। একের পর এক হেভিওয়েট নেতাদের নাম জড়িয়েছে এই দুর্নীতি মামলায়। বাদ পড়েনি নেতা-মন্ত্রীদের পরিবারের লোকজন। এই মামলায় বেশ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছেন মানিক ভট্টাচার্য স্ত্রী। আর এবার মায়ের মুক্তির পরেই জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মানিক ভট্টাচার্যের সন্তান সৌভিক ভট্টাচার্য। যার জেরে আগামী ৩০ শে আগস্ট মামলার শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি তৃথাঙ্কর ঘোষ।

তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতি মামলায় (ssc scam) প্রথম থেকে ইডির স্ক্যানারে ছিলেন। একাধিকবার তাকে তলক করা হলো তিনি বারংবার হাজিরা এড়িয়ে যান। অবশেষে গতবছর ১১ অক্টোবর মানিককে গ্রেফতার করে ইডি। এরপরই একাধিক সূত্র ধরে তার স্ত্রী শতরূপা ও তার ছেলে সৌভিক ভট্টাচার্য গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতির বিশাল অঙ্কের টাকা রয়েছে মানিকের ছেলের অ্যাকাউন্টে। শুধু তাই নয়, সৌভিক ছেলের নামেও রয়েছে স্থাবর ও অস্থাবর সম্পত্তি।

আরও পড়ুন: গুরুত্বপূর্ণ কক্ষপথ পরিবর্তন, চাঁদের আরও কাছাকাছি বৃত্তাকার কক্ষপথে চন্দ্রযান ৩

তবে এবার মা শতরূপার জামিনের পর সৌভিকের জামিনের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবীরা। যদিও এই কিছু দিন আগে জামিন দেওয়া হয়েছে শতরূপাকে। তবে এই বিষয়ে আগামী ৩০শে আগস্ট এর আগে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছে ইডি।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে (ssc scam) তোলপাড় রাজ্য রাজনীতি। কোটি টাকা উদ্ধারের পাশাপাশি পুলিশের জালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সহ তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ মানিক ভট্টাচার্য ও তার ঘনিষ্ঠ তাপস মণ্ডল। শুধু তাই নয় নেতা-মন্ত্রীদের পাশাপাশি টলিউডের একাধিক জনপ্রিয় মুখও জড়িয়েছে এই মামলায়! পাশাপাশি কুন্তলকে জেরায় উঠে এসেছে গোপাল দলপতি থেকে শুরু করে কালীঘাটের কাকু সহ হৈমন্তীর মত একাধিক নাম। এই আবহে তদন্তে তৎপর ED CBI এর আধিকারিকরা। কোথায় গিয়ে শেষ হবে এই দুর্নীতি কাণ্ড? তদন্তে কি মিলবে সমাধান? নাকি আরও হেভিওয়েট নেতা-মন্ত্রীদের নাম জড়িয়ে পড়বে এই মামলায়! প্রশ্ন থেকেই যাচ্ছে!!

You may also like