Home Kolkata রেডরোডে কার্নিভ্যালের রাতে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা! জেনে নিন সময়সূচি

রেডরোডে কার্নিভ্যালের রাতে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা! জেনে নিন সময়সূচি

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: এখন আর দশমীতে বঙ্গবাসীর দুর্গাপুজো শেষ হয় না। ঠিক যেমন পুজোর শুরু হয় মহালয়ার দিন থেকেই। বঙ্গবাসীর পুজোর আনন্দে নয়া সংযোজন রেড রোডের দুর্গাপুজো কার্নিভ্যাল। পুজোর পাঁচদিনের মতোই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ জড়ো হয় রেড রোডে। বিসর্জনের উৎসব দেখতে। কিন্তু তাঁরা ফিরবেন কীভাবে, তা নিয়ে চিন্তায় থাকেন দর্শনার্থীরা।কলকাতা মেট্রো এবার তাঁদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে।

চলতি বছরের পুজো কার্নিভ্যালের দিন অর্থাৎ ২৭ তারিখ, শুক্রবার অতিরিক্ত মেট্রো ছুটবে। এমনটাই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।২৩৪টির পরিবর্তে ওই দিন চলবে ২৫২ মেট্রো। রাতের শেষ মেট্রোর সময়ও বাড়ানো হয়েছে। জেনে নিন, দুই প্রান্ত থেকে কখন ছাড়বে শেষ মেট্রো? ১০টা ৫৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে।

অন্যান্য দিন এই মেট্রো ছাড়ে রাত ৯টা ২৮ মিনিটে। আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে মেট্রো মিলবে রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত ১১টায়। দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ১১টা ১০ মিনিটে ছাড়বে। আর রাত ১১টা ১০ মিনিটে কবি সুভাষ থেকে দমদমের জন্য শেষ মেট্রো ছাড়বে।

You may also like