Home Kolkata আচমকাই নোবেলজয়ী অমর্ত্য সেনের মৃত্যুর ভুয়ো খবরে আতঙ্কে পরিবার, সত্যিটা জানালেন মেয়ে

আচমকাই নোবেলজয়ী অমর্ত্য সেনের মৃত্যুর ভুয়ো খবরে আতঙ্কে পরিবার, সত্যিটা জানালেন মেয়ে

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ভাইরাল ফিবারে মত্ত। সেখানে একটা খবর ভাইরাল হলে তা নিয়ে চেঁচামেচি শুরু হয়ে যায়। বিশেষ কোনো বিশেষ ব্যক্তিত্বর মৃত্যুর খবর শুনলে ঝড়ের বেগে তা ভাইরাল হয়ে যায়। কিন্তু পরক্ষণেই সেই খবরের অস্তিত্বই থাকেনা। ভুল প্রমাণিত হয়। জীবিত মানুষকেই মৃত বানিয়ে দেয় কিছু কিছু খবর। যেমন দুপুর থেকেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর খবর চারি দিকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এ খবর একেবারে মিথ্যে। একদম সুস্থ রয়েছেন অমর্ত্য সেন। আনন্দবাজার অনলাইন তাঁর কন্যা নন্দনা সেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন, সোমবার রাত পর্যন্ত বাবার সঙ্গেই কাটিয়েছেন তিনি। নন্দনা বলেন, ‘‘আমি অনুরোধ করছি, এ সব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তাঁর সঙ্গেই ছিলাম।’’

মঙ্গলবার বিকেল থেকে আচমকাই ছড়িয়ে পড়ে, তাঁর মৃত্যুর খবর। তবে তাঁর সেই খবরের ‘সূত্র’ সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে লেখা ছিল, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। ভাষা নেই!’ এরপরই অমর্ত্য সেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে চারিদিকে।

এরপরই অমর্ত্য সেনের মেয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে, তা বাবা একেবারেই সুস্থ। তিনি এখন নিউইয়র্কের বস্টনে রয়েছেন। নন্দনা বলেন, ‘‘এই গুজব ছড়ানো বন্ধ হোক। গত সপ্তাহটা আমরা বাবার সঙ্গেই ছিলাম। তাঁর সঙ্গেই কাটিয়েছি। তিনি একেবারেই সু্স্থ আছেন। প্রাণশক্তিতে ভরপুর রয়েছেন। নিজের নতুন বই নিয়ে ব্যস্ত রয়েছেন।’’

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved