মহানগর ডেস্ক: হিন্দু হোস্টেলের সংস্কারের ফলে বেশ কতগুলি ঘর উদ্ধার করা হয়নি, যার ফলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শখানেক শিক্ষার্থী কলকাতায় আবাসন ছাড়া । বারবার উপাচার্য ও ডিন অফ স্টুডেন্ট কে জানানোর চেষ্টা করেও কোনো সমাধান হয়নি। ফলস্বরূপ, বিভিন্ন জেলা থেকে আসা ছাত্ররা নিজেদেরকে শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং হোস্টেল থাকা সত্বেও তাঁদের থাকার জায়গা নেই। এই নিয়ে পদক্ষেপের অভাবে হতাশ হয়ে, ৮০ জন শিক্ষার্থী গতকাল বিকেল থেকে ডিনের বাড়ির সামনে বিক্ষোভ করেছে। তারা জানিয়েছে সমস্যাটির সুরাহা না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
এই পরিস্থিতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছাত্র কল্যাণকে অগ্রাধিকার দেওয়া এবং আবাসন সমস্যার সমাধান ত্বরান্বিত করার জরুরি প্রয়োজনকে তুলে ধরে। হোস্টেলের কক্ষগুলি সংশোধন করতে দীর্ঘায়িত বিলম্ব শুধুমাত্র ছাত্রদের জীবনকে ব্যাহত করে না বরং তাদের পড়াশোনা এবং একাডেমিক সাধনায় মনোযোগ দেওয়ার ক্ষমতাকেও ক্ষুণ্ন করে। অধিকন্তু, সম্মিলিত প্রতিবাদ পরিস্থিতির গাম্ভীর্য এবং একটি সমাধান নিশ্চিত করার জন্য ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সংকল্পকে নির্দেশ করে।
তাঁদের দাবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসকদের অবশ্যই আবাসন সংকটের তীব্রতা স্বীকার করতে হবে । সেই সঙ্গেই সংস্কারের প্রচেষ্টা ত্বরান্বিত করে, বিকল্প আবাসনের ব্যবস্থা করে বা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অন্তর্বর্তীকালীন সহায়তা প্রদানের মাধ্যমে তা সমাধানের জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।