HomeKolkata২ হাজার টাকার নোট বদল নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সামনে তৃণমূল-কংগ্রেসের রক্তারক্তি, আহত...

২ হাজার টাকার নোট বদল নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সামনে তৃণমূল-কংগ্রেসের রক্তারক্তি, আহত ২

- Advertisement -
মহানগর ডেস্ক : ২ হাজার টাকার নোট বদলকে কেন্দ্র করে কলকাতার মহাকরণ সংলগ্ন রিজার্ভ ব্যাঙ্কের সামনে তৃণমূল-কংগ্রেস রক্তারক্তি কাণ্ড।
কংগ্রেস কাউন্সিলার সন্তোষ পাঠকের অভিযোগ, “দীর্ঘদিন ধরে তৃণমূলের স্থানীয় নেতাকর্মীদের ইন্ধনে তাদের কাছে এবং তাদের দলের লোকের কাছে থাকা ২ হাজার টাকার নোট বদল করার কাজ হচ্ছে। আর এই কাজ করানো হচ্ছে বাইরে থেকে লোক এলে, রিজার্ভ ব্যাঙ্কের সামনে তাদের ২ হাজার টাকা বদলের লাইনে দাঁড় করিয়ে। যারা লাইনে দাঁড়াচ্ছে ২ হাজার টাকার নোট বদলের জন্য তৃণমূল তাদের একটি ২ হাজার টাকা বদলের পরিবর্তে ২০/৩০ টাকা দিচ্ছে। এর প্রতিবাদ করার জন্য তৃণমূলের লোকেরা আমাদের মেরে রক্তাক্ত করেছে।”  এদিকে স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, “সন্তোষ পাঠক নিজেই রিজার্ভ ব্যাঙ্কে বাইরের লোকেদের লাইনে দাঁড় করিয়ে ২ হাজার টাকার নোট বদল করাচ্ছেন। আমরা বাধা দিতেই আমাদের আক্রমণ করেছে।” এদিকে এই ঘটনায় সকাল থেকেই রিজার্ভ ব্যাঙ্কের সামনে তুমুল উত্তেজনা শুরু হয়। রিজার্ভ ব্যাঙ্কের গেট এই পরিস্থিতিতে বন্ধ করে দোওয়া হয়।
ভারত সরকারে তরফে ২ হাজার টাকা ব্যাঙ্ক থেকে বদলে সমমূল্যের অন্য নোট নেওয়ার লাইন পড়ছে। তবে কললাতার মতো জায়গায় কোথা থেকে গ্রামের বিপুল পরিমাণ মানুষ এসে রিজার্ভ ব্যাঙ্কে ২ হাজার টাকার নোট বদলের লাইনে দাঁড়াচ্ছেন এটা নিয়ে সবার মনেই প্রশ্ন জাগছে। এই মানুষগুলোকে যে ২ হাজার টাকার নোট বদলের বিনিময়ে সামান্য কিছু টাকা দেওয়া হবে বলে গ্রাম থেকে নিয়ে আসা হচ্ছে সেটা নিয়ে সংশয় তৈরী হয়েছে। এর আগেও রিজার্ভ ব্যাঙ্কের গেটের সামনে এভাবে লাইন দিয়ে গ্রামের মানুষদের ২ হাজার টাকার নোট বদলের লাইনে দাঁড়ানো এবং তাদের পরিচয় নিয়ে তুমুল উত্তেজনা তৈরী হয়। শেষ পর্যন্ত পুলিশের তাড়ায় তারা লাইন ছেড়ে পালায়।
কংগ্রেস এবং তৃণমূল উভয়ের বিরুদ্ধে তোলাবাজি চলছে। ২ কংগ্রেস সমর্থক এই ঘটনায় আহত হয়।  তৃণমূলের দাবি রিজার্ভ ব্যাঙ্কের সামনে হকাররা ২ হাজার টাকার নোট বদলের জন্য লাইন দিয়েছিল, সন্তোষ পাঠকের লোকেরা তাদের কাছ থেকে ২০০ টাকা করে চাইতে তৃণমূল বাধা দেয়, তা নিয়ে সংঘর্ষ শুরু। সন্তোষ পাঠক তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেছেন, “পুলিশি সহায়তায়, বাইরের লোক এনে তৃণমূল লাইনে দাঁড় করিয়ে ২ হাজার টাকার নোট বদলের কাজ করাচ্ছে, এতো টাকা তৃণমূল পাচ্ছে কেথায়?”

Most Popular