Home Kolkata যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তলব ইউজিসির, নিয়ভঙ্গের দাবিতে সময় মাত্র ১৫ দিন

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তলব ইউজিসির, নিয়ভঙ্গের দাবিতে সময় মাত্র ১৫ দিন

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজিসির অ্যান্টি র‌্যাগিং গাইডলাইনের ৯টি বিধি মানা হয়নি।ইউজিসি সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জবাব তলব করেছে ১৫ দিনের মধ্যে।বি শ্ববিদ্যালয়কে আগামীতে এই নিয়মগুলি মানতে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কী, কবে এবং কীভাবে কার্যকর করা হবে, তাও জানাতে বলা হয়েছে । জানা গিয়েছে,র‌্যাগিং প্রতিরোধের ব্যবস্থাপনা নিয়ে ইউজিসি বেশ কিছু সুপারিশও করেছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিং-প্রতিরোধক ব্যবস্থাপনা প্রথমবর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় শুরু থেকেই প্রশ্নচিহ্নের মুখে পড়েছিল । ইউজিসির চার সদস্যের প্রতিনিধি দল সেই ঘটনাতেই চলতি মাসের শুরুতে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে গিয়েছিল।ইউজিসি সেই পরিদর্শনের ভিত্তিতে তৈরি রিপোর্ট কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়কে পাঠিয়েছে । তাতেই উল্লেখ রয়েছে, বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিধি মানা হয়নি ।  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাহু এ প্রসঙ্গে বলেন, “যে যে ক্ষেত্রে নিয়ম মানা হয়নি, সেগুলো যাতে কার্যকর করা হয়, তা নিশ্চিত করতে বলেছেন ওরা। তার রিপোর্ট পাঠাতে বলেছেন। ওনারা ১৫ দিন সময় দিয়েছেন।”

তবে, নিয়ম কার্যকরের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন বুদ্ধদেববাবু। বলেন, “নানা ধরনের ঝামেলা হচ্ছে। কিছুতেই একটা মতে পৌঁছানো যাচ্ছে না। আমরা এতদিনে অনেকটাই এগিয়ে যেতাম। সিসিটিভি বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু, প্রাক্তন সেনাকর্মী বা দক্ষ নিরাপত্তারক্ষী নিয়োগ নিয়ে বিরোধিতা করা হচ্ছে। সিসিটিভিতে বাধা কেন? দক্ষ নিরাপত্তারক্ষীতে কেন ভয় পাবে ছাত্ররা? ভয় তারাই পায়, যারা ভয় পাওয়ার মতো কাজ করে।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved