Home Kolkata হাইকোর্টের রায়ে মিছিলের অনুমতি পেল বিশ্ব হিন্দু পরিষদ

হাইকোর্টের রায়ে মিছিলের অনুমতি পেল বিশ্ব হিন্দু পরিষদ

by Mahanagar Desk
49 views

মহানগর ডেস্ক: আজ রবিবার ৫ নম্বর বাসস্ট্যান্ড থেকে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভাযাত্রা রয়েছে। তবে তাঁদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে প্রথমে পুলিশ এই শোভাযাত্রার জন্য অনুমতি দেয়নি। তবে আদালতের হস্তক্ষেপে কেটেছে জটিলতা।

বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমাদের শোভাযাত্রার জন্য নেতাজি নগর থানায় ১৫ তারিখে ইমেইল এর মাধ্যমে জানাই এবং তারা আমাদের সম্মতি দেয় কিন্তু ১৬ তারিখে নেতাজি নগর থানা আমাদেরকে ডেকে পাঠায় এবং ২১ তারিখের শোভাযাত্রার জন্য অসম্মতি প্রকাশ করে এবং তারা ডিসিপি সঙ্গে যোগাযোগ করতে বলেন। সেদিনই অর্থাৎ ১৬ তারিখ বিকেল বেলা আমাদের কার্যকর্তাদের নিয়ে আমরা ডিসিপির সঙ্গে দেখা করি এবং বিস্তারিত আলোচনা হয়। বিস্তারিত আলোচনার ফলাফল তিনি আমাদেরকে মেইলের মাধ্যমে জানাবেন বলে আমাদেরকে বিদায় জানান। রাত সাড়ে এগারোটা নাগাদ আমরা নেতাজীর নগর থানার থেকে একটি মেইল পাই যে, ১৭ তারিখ বিকাল চারটা থেকে আটটা পর্যন্ত শোভাযাত্রার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের শোভাযাত্রাটি ২১ তারিখ করবো বলে তাদের কাছে আবেদন করেছিলাম। তার প্রেক্ষিতে আমরা ১৭ তারিখ মেইলের মাধ্যমে বিস্তারিত জানাই এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আমরা এই বিষয়টি নিয়ে মহামান্য আদালতের দ্বারস্থ হবো।” সেই মতই তাঁরা আদালতের দারস্থ হয় এবং আদালত  নির্দিষ্ট দিনে বিকাল ৫ টার সময় রামনবমীর শোভাযাত্রাটি করার অনুমতি দিয়েছে বলেই জানানো হয়েছে। তবে আদালত বেশ কিছু শর্ত রেখেছে বিশ্ব হিন্দু পরিষদের কাছে। জেনে নিন কি কি নিয়ম মানতে হবে।

(১) অংশগ্রহণকারীদের মোট সংখ্যা একটি সংখ্যার বেশি হবে না। যাতে অংশগ্রহণকারীর সংখ্যা নিশ্চিত করা যায় তাঁর ব্যবস্থা করতে হবে। ৬০০ জন অংশ নিতে পারেবন। অংশগ্রহণকারীদের সংখ্যা  ৬০০-এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নিশ্চিত করার জন্য, প্রয়োজনে আবেদনকারীকে প্রয়োজনীয় ঘোষণা  করতে হবে।
(২) আয়োজকরা তাদের মধ্য থেকে ৫ জনকে মনোনীত করবেন যারা নিজেদেরকে মিছিল পরিচালনার জন্য  দায়িত্ব নেবেন।

(৩) উল্লিখিত মিছিলে একটি  যানবাহন ব্যাতীর বাকি কোনও গাড়ি  চলাচলের অনুমতি দেওয়া হবে না। একটি গাড়ি চলবে যা রামের মূর্তি  বহন করবে।
(৪) অংশগ্রহণকারীরা কোন অস্ত্র বহন করতে পারবেন না।

(৫) অংশগ্রহণকারী এবং আয়োজকরা কোন ফাউল ব্যবহার করবেন না ভাষা বা সহিংসতা উস্কে দিতে পারবেন না।

(৬) যেহেতু নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি এখন চলছে অংশগ্রহণকারীদের একই মেনে চলতে হবে।

(৭) অংশগ্রহণকারীদের প্রাসঙ্গিক দূষণের নিয়মগুলিও মেনে চলতে হবে৷ শুধুমাত্র স্বাভাবিক সাউন্ড সিস্টেম থাকতে হবে
।  উক্ত মিছিলে কোন ডিস্ক জকিকে অনুমতি দেওয়া হবে না।

(৮) মিছিলে অংশগ্রহণকারীরা কোনোভাবেই থামবেন না বা থামবেন না। এলাকায় ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যেতে  হবে গন্তব্যের দিকে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved