কলকাতা: বিগত কয়েকদিন ধরেই ঝড় জলে ভাসছে বাংলা। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। তবে এবার বৃষ্টির পরিমাণ কমতে চলেছে দক্ষিণবঙ্গে। শুধু তাই নয় আবহাওয়া তো পরিবর্তন আসবে। পাশাপাশি বাড়বে সামান্য তাপমাত্রাও। তাহলে কতটা বাড়বে গরম? জেনে নিন আজকের আবহাওয়ার পূর্বাভাস!
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ অথাৎ শুক্রবারের পর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে চলেছে। তবে তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে না বাড়লেও সামান্য বাড়তে পারে। কিন্তু বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তিকার গরম বজায় থাকবে। শুক্রবার, কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। দু এক পশলা বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: ভারতের আগেই কি চন্দ্রপৃষ্ঠে পদার্পন রাশিয়ার, রইল বিরাট আপডেট
তবে আজ, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝিরি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে এক ওইরকম পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের সবকটি জেলাতে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল শনিবার ও রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাছাড়াও দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে অস্বস্তিকর গরম বজায় থাকবে।