Home Featured Kudos to Mamata Banerjee: শত্রু দমনে বাংলার দূর্গা একজন, মমতা বন্দ‍্যোপাধ‍্যায়! ভুয়সী প্রশংসায় কৌশানি

Kudos to Mamata Banerjee: শত্রু দমনে বাংলার দূর্গা একজন, মমতা বন্দ‍্যোপাধ‍্যায়! ভুয়সী প্রশংসায় কৌশানি

by Arpita Sardar

মহানগর ডেস্ক: রেড রোড দিয়ে বঙ্গে প্রবেশ করে আবার রেড রোড দিয়েই সদ‍্য সন্তান সন্ততি নিয়ে কৈলাসে পাড়ি দিয়েছেন মা দুগ্গা। ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়া এ বছরের পূজো জুড়ে ছিল আলাদাই ব্যবস্থাপনা। এক মাস আগে থেকেই শুরু হয়েছিল পুজো। ঠিক তেমনি দীপাবলিতে মা কালী রুপী দূর্গার আরাধনার সময় চলে এসেছে, কিন্তু বঙ্গ জুড়ে শাসকদলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান সূচিত হচ্ছে। আর দক্ষিণ বঙ্গ সেরে ৩ দিনের সফরে গতকাল উত্তরবঙ্গে গেছেন মুখ্যমন্ত্রী। যদিও প্রথম তিনি দেখা করেছেন বিসর্জনের রাতে মালনদীর হরপা বানে তলিয়ে মৃত পরিবারের সাথে। এরপরই যোগ দেন কোচবিহারের আয়োজিত ঘাসফুলের বিজয়া সম্মেলনীতে। আর সেখানেই তাঁকে ‘দূর্গা’ বলে দাবি করলেন তৃণমূলের তারকা সদস‍্য কৌশানি মুখোপাধ‍্যায় (Koushani Mukherjee)।

সোমবার কোচবিহার সিতাই ব্লকে তৃণমূলের বিজয়া সম্মীলনী জুড়ে বসেছিল চাঁদের হাট। সেই অনুষ্ঠান মঞ্চতে মাইক হাতে পেয়ে বিরোধীদেরকে কটাক্ষ করার পাশাপাশি মুখ‍্যমন্ত্রীর ভুয়সী প্রশংসায় করতে মাঠে নেমে পড়ে টলি অভিনেত্রী কৌশানি। এদিন অভিনেত্রী বলেন, পশ্চিমবঙ্গে দূর্গা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একা হাতে সমস্ত শত্রু দমন করে চলেছেন। সীমান্তে সৈন‍্যদের কড়া পাহারায় থাকার কারণে দেশবাসী নিশ্চিন্তে ঘুমাতে পারে। মুখ্যমন্ত্রীও সেই সৈনিক যার জন‍্য সবাই শান্তিতে ঘুমাতে পারেন। এমনকই তাঁর দাবি, এ বছর সবাই মাস্ক ছাড়া করোনামুক্ত হয়ে পুজো উপভোগ করেছেন। সবটাই মা দূর্গার আশীর্বাদে। আর পশ্চিমবঙ্গের দূর্গা একজনই।

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর প্রশংসা পর্ব মিটলে শুরু হয় তাঁর বিরোধী কটাক্ষ পর্ব। সরাসরি বিজেপির নাম উল্লেখ না করে তিনি গেরুয়া শিবিরের উদ্দেশ্যে বলেন, পদ্মফুল বছরের সবসময়ে নয় বিশেষ বিশেষ সময়ে দেখা যায়। তেমন করে শুধু নির্বাচনের সময়ে দেখা যায় কিছু মানুষদের। তারাও কাছের মানুষ হয়ে মাটিতে বসে এক থালা ভাত খেয়ে উঠে পড়েন। তিনি আরও বলেন, ২০২১ এ নির্বাচনে ভাঙা পায়েই খেল দেখিয়েছিলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। ২০২৪ এও খেলা হবে। হাওয়াই চটি দিল্লি যাবে।

রবিবার কোচবিহারের ২ নম্বর ব্লকের কাকড়িবাড়িতে বিজয়া সম্মেলনে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের উপস্থিতিতেই মঞ্চে প্রশংসায় মাতেন কৌশানি। আবার তিনি এও জানান, মুখ‍্যমন্ত্রীকে মুড়ি-শসা ছাড়া আর কিছুই খেতে দেখেননি তিনি। তাঁদের পাতে যখন বিরিয়ানি থাকে, মুখ‍্যমন্ত্রী তখন চা বিস্কুট খেয়ে রাজ‍্যের মানুষের কথা ভাবেন। বছরের ৩৬৫ টা দিন শুধুই বাংলার মানুষের কথা, উন্নয়নের কথা ভাবেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

You may also like