মহানগর ডেস্ক : বলিউডের অন্যতম আইকনিক ডিভা কৃতি সানন। ‘সেলফ-মেড’ তারকাদের মধ্যে কৃতি অনেকের থেকে এগিয়ে। বিশেষ করে তার ‘পাশের বাড়ির মেয়ে স্বভাব’ নজর কেড়েছে সমালোচক থেকে অনুরাগীদের। একের পর এক হিট দিয়ে তৈরি করেছেন নিজের নাম। কোন কিছুর কমতি নেই তার জীবনে। এমনকি মিডিয়ার সঙ্গেও রয়েছে তার সৎ ভাব। প্রকাশ্যে কোনদিন কারুর ওপর উঁচু গলায় কথা বলতে দেখা যায়নি এই বলিউড তারকাকে। তবে সম্প্রতি জবাব দিয়েই দিলেন ছবি শিকারীদের।
মুম্বাইয়ের একটি ইভেন্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন কৃতি। সেখানেই হাসিমুখে পোজ দিচ্ছিলেন ছবি শিকারীদের। সেখানে আচমকা এক পাপ্পারাজি তাকে প্রশ্ন করেন,’ আরে আপনার তো পার্টনারই নেই’? চুপ থাকেনি অভিনেত্রী। হাঁটতে হাঁটতেই বললেন ,’তাতে কি’? অভিনেত্রীর চোখে মুখে ছিল চরম আত্মবিশ্বাসের ছাপ। অর্থাৎ সামান্য কথাতেই বুঝিয়ে দিলেন কোন পার্টনার নেই বলে সেটা কখনোই তার কোন কমতি নয়।
অভিনেত্রীর এই জবাব নজর কেড়েছে প্রত্যকের। এমনকি তার জবাবের প্রশংসা করেছেন সমালোচকরা। কফি উইথ কারনে হাজির হয়েছিলেন তিনি। সেখানে জানতে চান করন আদিত্য রয় কাপুরকে নিয়ে যে কথা উঠেছে তার সত্যতা। সেখানে পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন তিনি কাউকে ডেট করছেন না। ইন্ডাস্ট্রি তে থাকেন বলে পরিচয় রয়েছে সামান্য। এইটুকুই।
সম্প্রতি ভেরিয়া ছবিতে কাজ করেছেন তিনি। সেখানে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী কৃতি সানন। এছাড়াও তার হাতে রয়েছে আদি পুরুষ। যেখানে দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। এছাড়া কার্তিকের সঙ্গে অভিনয় করছেন শাহজাদা ছবিতে।