মহানগর ডেস্ক : গতকাল মুক্তি পেয়েছে ভেরিয়া ছবির পোস্টার। স্বাভাবিকভাবেই পোস্টার সামনে আসার পর থেকে বরুনের লুক দেখে চমকে গেছেন প্রত্যেকে। বলিউডের সেই চকলেট বয় যেন রাতারাতি বদলে গিয়ে কোন ভয়ঙ্কর রূপ নিয়েছে। তবে ২৪ ঘন্টা ঘুরতে না ঘুরতেই এবার ছবিতে নিজের চরিত্রের সঙ্গে পরিচয় করালেন কৃতি শ্যানন।
ছবির পোস্টার সামনে আসার পর থেকে কৃতির চেহারা নিয়ে মন্তব্য শুরু করেছেন নেটিজেনরা। ছবিতে বেশ স্টাইলিশ লাগছে তাকে। যদিও মুখে রয়েছে এক অচেনা হাসি আর হাতে ধরে রয়েছেন বড় একটি সিরিঞ্জ। হবেনাই বা কেন ? নিজের পোস্টার শেয়ার করে কৃতি লিখেছেন,’ সাক্ষাৎ করুন ডক্টর আনিকার সঙ্গে। যে নেকড়েদের ডাক্তার। মানুষেরা দয়া করে নিজেদের দায়িত্বে দেখা করবেন’। এমন আলো-আঁধারি ক্যাপশন নজর কেড়েছে প্রত্যেকের। তবে তার উত্তর পাওয়া যাবে ২৫ নভেম্বর।
উল্লেখ্য জিও স্টুডিও এবং দীনেশ ভাইজানের সঙ্গে আরও একবার জুটি বাঁধতে চলেছেন কৃতি শ্যানন। এর আগের লুকাচুপি এবং মিমিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে তাদের।