Home Entertainment Kuch Kuch Hota Hai : দেখতে দেখতে চব্বিশে পা ‘কুছ কুছ হোতা হ্যায়’র, আবেগে ভাসলেন পরিচালক

Kuch Kuch Hota Hai : দেখতে দেখতে চব্বিশে পা ‘কুছ কুছ হোতা হ্যায়’র, আবেগে ভাসলেন পরিচালক

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক: দেখতে দেখতে আজ ২৪ বছরে পা দিল শাহরুখ-কাজল-রানী মুখার্জি অভিনীত কুছ কুছ হোতা হ্যায়। করণ জোহর পরিচালিত রোমান্টিক হিট আজও দর্শকদের বড় পছন্দের। এখনো টিভির পর্দায় এই ছবি এলে বুঁদ হয়ে বসে থাকেন ভক্তরা।

সম্প্রতি নিজের পরিচালিত প্রথম এবং পছন্দের ছবির একটি ভিডিও শেয়ার করে করণ জোহর লিখেছেন,’ সময় সত্যিই বয়ে যায়, আমার প্রিয় মানুষদের সঙ্গে, প্রিয় দলের সঙ্গে আমার প্রথম ছবি। সত্যি এটা আমার হৃদয়ের খুব কাছে। সবাইকে ধন্যবাদ এত বছর পরেও এই ছবিটাকে সমান ভালোবাসার জন্য। ২৪ বছরে পা দিল ছবি’।

তবে বাদ যাননি পর্দার অঞ্জলি। কাজল নিজের ইনস্টাগ্রামে একটি স্টরি শেয়ার করেছেন ছবিকে ঘিরে। উল্লেখ্য, বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছিল এই ছবি। তবে শাহরুখ কাজল রানী ছাড়াও পর্দায় কয়েক মিনিটের উপস্থিতি দিয়ে নজর কেড়েছিলেন সলমান খান। তার চরিত্র আমন আজও বহু মেয়ের স্বপ্নের চরিত্র।

এখনো পর্যন্ত পর্দায় শেষবারের মতো করণ জোহরকে দেখা গেছে এই দিল হ্যায় মুশকিল ছবি পরিচালনা করতে। যদিও বক্সঅফিসে সেভাবে নজর কারেনি এই ছবি। এছাড়া মুক্তির অপেক্ষায় তার পরবর্তী রকি অর রানি কি প্রেম কাহানি। যেখানে রণবীর সিং এবং আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে জয়া বচ্চন ,শাবানা আজমির মতো ব্যক্তিত্বকে।

You may also like