মহানগর ডেস্ক: ডিসেম্বরের (December) একেবারে শুরুতে মেদিনীপুরে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর তার আগেই মেদিনীপুর পরিদর্শনে গেলেন রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেখানে শেষে দলীয় কর্মী-সমর্থকদের বললেন, মহিলা রুষ্ট ভোটারদের বোঝানোর কাজ শুরু করতে।
শনিবার রাতে রামনগরে সভা সেরে কাঁথিতে ফিরে যান কুণাল বাবু। সেখানে সন্ধেবেলায় পথের ধারে দাঁড়িয়ে ফুচকা খেয়ে, পায়ে হেঁটে এলাকা ঘুরে জনসংযোগ করেন তিনি। রবিবার ভোর হতেই ফের জনসংযোগের উদ্দেশে বেরিয়ে পড়েন তিনি। প্রথমে দেবী ভবতারিণীর মন্দিরে পুজো দেন তিনি। তারপর তিনি বলেন, বাড়ি-বাড়ি ছোট ছোট টিম করে যেতে। সেখানে প্রতিটা বাড়ির বউ – মেয়েদের বোঝাতে, তাঁদের মধ্যে যে ক্ষোভ রয়েছে, সেগুলি জেনে তার সমাধান করতে।
এরপরই তাঁর মুখে শোনা যায়, ‘অধিকারী পরিবারের মহিলাদের সক্রিয়তার কথা। তিনি বলেন, প্রয়োজনে বেশ কিছু কর্মসূচি সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রীকে দিয়ে শুরু করুন। তাঁর বাড়িতে যান। সাংসদের স্ত্রীকে বোঝান। তাঁকে দিয়ে সব শুরু করুন। আপনারাও অধিকারী পরিবারের মহিলাদেরকে বোঝান।’
এরপর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শনে যান। সেখানে মাঠ ঘুরে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন, খোঁজ-খবর নেন কত দিনের মধ্যে কাজ শেষ হবে। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তিনি দফায় দফায় আলোচনা করেন।