Home Featured KUNAL GHOSH : পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যদ্বাণীকে পাত্তা দিতে নারাজ কুণাল

KUNAL GHOSH : পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যদ্বাণীকে পাত্তা দিতে নারাজ কুণাল

by Arpita Sardar
kunal ghosh, partha chatterjee, ssc scam, panchayet election result prediction, kunal ghosh don't care

মহানগর ডেস্কঃ নিয়োগ দুর্নীতি কান্ডে বিগত জুলাই মাস থেকেই শ্রীঘরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বারংবার জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়েছে আদালতের তরফে। বিচারকের প্রশ্নের পর প্রশ্নের সম্মুখীন হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তারপরেও তদন্ত শেষ হয়নি। সোমবার পার্থ চট্টোপাধ্যায় কে আলিপুর আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকেরা তাঁকে জিজ্ঞেস করেন, পঞ্চায়েত নির্বাচনে কোন দল জিতবে? গাড়িতে উঠতে উঠতেই পার্থর সপাট জবাব তৃণমূল জিতবে। দল তাঁকে ত্যাগ করলেও তিনি যে এখনও দলের সঙ্গেই আছেন সেই বিষয়টাই পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট করে দিলেন আরও একবার। তবে এই প্রথম নয়, বন্দী অবস্থাতেও পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোণা গেছে নিজের দলের গুণগান।

জেলবন্দী পার্থর এই ভবিষ্যদ্বাণীর পরে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই প্রসঙ্গে সরাসরি জানান, ‘ওঁর পর্যবেক্ষণে কী আসে যায়?’ পাশাপাশি কুণাল ঘোষ এদিন জানান, পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের উপর তিনি কোনওরকম মন্তব্য করতেই নারাজ। তাঁর দাবি, দর্শকের মত, পাঠকের মত সবাই দেখেছে। সকলেই জানেন তৃণমূল জিতবেই। পার্থ চট্টপাধ্যায়ের পর্যবেক্ষণে কিছুই আসে যায়না বলে দাবি করেন কুণাল ঘোষ।

পার্থ চট্টপাধ্যায় ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা ও সোনার গয়না উদ্ধারের পরে গত ২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হন তিনি। এরপরে পার্থ ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয় আরও কয়েক কোটি টাকা। এরপরেই অস্বস্তি কাটাতে গ্রেফতারির ৬ দিন পরেই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে সাসপেন্ডও করে শাসক দল।

You may also like