Home Featured ‘ভোটের আগে যিনি বাংলাদেশে গিয়ে পুজো দিলেন, তিনি চুপ কেন?’, নরেন্দ্র মোদির মৌনতা নিয়ে কটাক্ষ কুণালের

‘ভোটের আগে যিনি বাংলাদেশে গিয়ে পুজো দিলেন, তিনি চুপ কেন?’, নরেন্দ্র মোদির মৌনতা নিয়ে কটাক্ষ কুণালের

by Mahanagar Bangla Desk

মহানগর ডেস্ক: ধর্মীয় সাম্প্রদায়িকতার জেরে উত্তপ্ত গোটা বাংলাদেশ। তবে ওপার বাংলার ঘটনার আঁচ পড়েছে এপার বাংলাতেও। পড়শি রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলগুলি। ওপার বাংলায় যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে পড়েছে তার তীব্র নিন্দা করেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। ধর্মীয় মৌলবাদীদের তাণ্ডবে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের দুর্গাপুজোর প্যান্ডেল থেকে শুরু করে ইসকনের মন্দির ভাঙচুর করা হয়েছে, হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এমনকি হিন্দু নারীদের ধর্ষণও করা হয়েছে।

এই সমস্ত ঘটনার পরেও প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে তীব্র কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের স্টেট জেনারেল সেক্রেটারি কুণাল ঘোষ তাঁর টুইটার অ্যাকাউন্টে টুইট করেন। তিনি লেখেন, বাংলাদেশ সরকার এবং সেখানকার মানুষ এই নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে কড়া সমালোচনা করলেও আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি ভোটের আগে বাংলাদেশে গিয়ে মন্দিরে পুজো দিলেন, ‘ জয় বাংলা ‘ উচ্চারণ করলেন তবে তিনি মৌন কেন এই বিষয় নিয়ে!

 

টুইটের দ্বিতীয় অংশে শুভেন্দু অধিকারীকেও তোপ দেগে তিনি লিখেছেন, ‘ শুভেন্দু অধিকারী বলেছেন বাংলাদেশের ঘটনায় বিজেপির ভোটে লাভ হবে। অতএব এই কুৎসিত ঘটনার ফায়দা লুটছে বিজেপি।’ প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতিই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘ এবার আমরা তিনগুণ বেশি ভোটে জিতব।’ এই রেশ টেনেই কুণাল ঘোষ শুভেন্দু নিশানা করে তোপ দেগে টুইটটি করেছেন। টুইটটির শেষ অংশে পেগাসাস নিয়েও কটাক্ষ করতে ছাড়েন নি তৃণমূল মুখপাত্র।

 

You may also like